যখন তোমার কেউ ছিল না-
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৫ মার্চ, ২০১৬, ০৭:৩৪:৪৫ সন্ধ্যা
যখন ফেইসবুক-ব্লগ কিছুই ছিলনা
তখন সঙ্গ দিতাম তোমায়,
এখন ফেইসবুক-ব্লগ সব পেয়েছো
তাই ফিরে চাওনা আমায়।
-পত্রিকা
-------------------------------
যখন তোমার ফেইসবুক ছিলনা
তখন ছিলাম আমি,
এখনযে তোমার ফেইসবুক হয়েছে
পর হয়েছি আমি।
-ব্লগ
--------------------------------------
পত্র-পত্রিকা ব্লগ ছেড়ে আমার বুকে নিছ ঠাঁই
কারে পেলে আমায় ছেড়ে উড়াল দেবে ভাই?
-ফেইসবুক
বিষয়: বিবিধ
২১৯৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন