শিবিরকে নিয়ে সাংবাদিক নামক সাংঘাতিকদের মিথ্যাচার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২১ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৮:১০ দুপুর

গত ১৬ই ডিসেম্বর চট্টগ্রাম কলেজে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা এবং সাংবাদিক নামের জন্ডিস আক্রান্ত হলুদ হাম্বাদিকদের কারসাজি সম্পর্কে দু’টো কথা বলতেই হয়। ওইদিন কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগ নামধারী বহিরাগত সন্ত্রাসীরা শিবির এবং সাধারণ ছাত্রদের উপর হামলা চালায়। কিন্তু অর্থের কাছে বিবেক বিক্রয় করা সংবাদিকরা রিপোর্ট করলো- ‘ছাত্রলীগের পুষ্পঅর্পন কর্মসূচীতে শিবির হামলা করেছে’। এটা যে একটি পরিকল্পিত হামলা এবং শিবিরকে কোণঠাসা করার গোপন চক্রান্তু তা হোস্টেল বন্ধ ঘোষণা এবং কয়েকজনের নামে এবং শাতাধিক বেনামে মামলা করার মাধ্যমে তা পরিস্কার হলো। অথচ এর চেয়ে বড় ঘটনা হলেও সাধারণতঃ ছাত্রাবাস বন্ধ হয় না।

হাম্বাদিকরা এখানেই সীমাবদ্ধ থাকেনি। সাথে ৮১’র তবারক এবং ৮৪’র শাহাদাত নিহত হওয়ার ঘটনার সাথে শিবিরকে দায়ী করে আগুনে ঘি ঢালার ব্যবস্থা করলো।

১৯৮১ সালে আমি চট্টগ্রাম সরকারী বানিজ্য মহাবিদ্যালয়ে একাউন্টিং অনার্স, দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম। রোজ সাইকেল চালিয়ে চকবাজার থেকে কলেজে আসা যাওয়া হতো আমার। সেদিন কলেজে যাওয়ার পথে চট্টগ্রাম কলেজের প্রধান ফটক বরাবার পৌঁছে দেখতে পেলাম মুহসিন কলেজের পাহাড়ের উপর থেকে সিটি কলেজের ছাত্রলীগ নেতা তবারকের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সসস্ত্র দল চট্টগ্রাম কলেজে প্রবেশ করে তান্ডব শুরুর কিছুক্ষণ পর ছাত্রদের প্রতিরোধের মুখে পতিত হয়ে পালাতে থাকে। তবারক পালাতে গিয়ে কলেজের দক্ষিণ পাশে ২০/৩০ ফুট নিচু খাদে পড়ে যায় এবং তার হাতের চাকুটি তাকেই আঘাত করে গড়িয়ে পড়ার সময়। এই ঘটনা নিয়ে চট্টগ্রাম কলেজের শিবির নেতাদের বিরুদ্ধে মামলা হয় এবং পরে তারা খালাস পেয়ে যান, কারন প্রমাণিত হয়েছিল যে, বহিরাগতরা কলেজে হামলা করতে এসেছিল।

৮৪সালে শাহাদাত নামের এক নাস্তিক ছাত্রকে আরেকজন নামাযী ছাত্র ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে। এটিকেও শিবিরের হত্যাকান্ড বলে চালিয়ে দেয়ার চেষ্টা হয়েছিল কিন্তু

নামাযী ছাত্রটি পরিস্কার সাক্ষ্য দিয়েছিল, তার সাথে শিবিরের কোন সম্পর্কে নেই। উক্ত নিহত ছাত্র তাকে নামায পড়ার কারণে বিভিন্নভাবে উত্তক্ত করতো। অসহ্য হয়ে সে এ হত্যাকান্ড ঘটায়। এখানে ছাত্র শিবিরের কোন হাত ছিল না, অথচ সেটাকেও শিবিরের সাথে যোগ করে দিল হলুদ ওয়ালারা।

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354842
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

"সাংঘাতিক"রা তাদের নামের সাথে অবিচার করছেনা!!
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪২
294816
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহে ওয়া বারাকাতুহু।
ঠিক বলেছেন, আবু সাইফ ভাই।
354843
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:২৮
প্রেসিডেন্ট লিখেছেন : হাম্বাদিকদের কথা বলাই বাহুল্য।
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
294657
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি লেখা নিয়ে আসেন না কেন ব্রাদার?????????????????????????????
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
294659
প্রেসিডেন্ট লিখেছেন : আসবো ইনশাল্লাহ।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪২
294817
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি
354850
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৮
ঘাড় তেড়া লিখেছেন :
আওয়ামী পেন্ডেলের বাইরে যারা আছেন সবার অবস্থা হল তীহ প্রান্তরে বন্দী বনী-ইসরাঈল জাতির মত...

তারা গো ধরেছিল জিহাদ করবে না...কিন্তু আল্লাহ তাদের ঐ প্রান্তরে আটকে রেখে শাস্তি দিয়েছেন যতদিন তারা আল্লাহর কথা মত জিহাদ করেনি...

শেষ পর্যন্ত বন্দী বনী-ইসরাঈল জিহাদ করেছিল আর আল্লাহ তাদের পুরস্কার ও দিয়েছেন(একটি দুধ ও মধুর দেশ)।

অত্যাচারী সবসময় ভীত হয়...একসাথে অনেক লোক মাঠে নামলে তারা ভীত হয়ে পালায়...



২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪৫
294818
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহু আকবার ধ্বনী শুনে পালাতে দেখেছি অনেককে।
354859
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : এতো নতুন কিছু নয়, মানুষ জানে কে হামলা করেছে, শুধু মুখ ফুটে সত্যটা বলতে পারে না, বল্ললেই যে গলা টীপে ধরবে।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪৬
294819
মোহাম্মদ লোকমান লিখেছেন : সত্যটা বলার মতো মানসিকতা তৈরী না হলে বিপদ পিছু চাড়বে না।।
354864
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গত কয়েকদিন ধরে হোস্টেল বন্ধ করে ছাত্রলিগ মিছিল করছে চকবাজারে। তাও মিছিলে লোক এর চেয়ে পুলিশ বেশি!!!
তবারক সেই সময় সিটি কলেজ থেকে বহিস্কৃত ছিল। তার তদন্ত কমিটির প্রধান ছিলেন আমার আব্বা। তার বিরুদ্ধে নারিদের উত্যক্তকরার অভিযোগ ছিল।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪৮
294820
মোহাম্মদ লোকমান লিখেছেন : যত বেশী চরিত্রহীন তত বেশী মূল্যবান নেতা বিবেচিত হয় ঐ দলে।
354873
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঠিকই বলেছেন সাংঘাতিক!
354884
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
হতভাগা লিখেছেন : সেদিন যে ছেলেটি শট গান ব্যবহার করেছিল সে কি আমার মত কোন টার্মিনেটর




২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫৬
294821
মোহাম্মদ লোকমান লিখেছেন : সেদিন অবশ্য গানের ব্যবহার দেখিনি।
২৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৪৮
294860
হতভাগা লিখেছেন :


দেখেন
354889
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৬
শেখের পোলা লিখেছেন : উচ্ছিষ্ট ভোগী কুত্তারা মনিবের গান গাইবেই৷ অবাক হওয়ার কিছুই নেই৷ধন্যবাদ৷
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫৬
294822
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বি, তাই হচ্ছে।
355420
২৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আওয়ামিলীগ সব দিক দিয়েই সফল, কারন তারা পেরেছে অসংখ্য পা চাটা হলুদ মিডিয়া তৈরি করতে যা বি,এন,পির বলদেরা পারেনাই। যাদের মনে আল্লাহর ভয় নাই, তাদের কি কোন বিবেকবোধ থাকতে পারে?
ধন্যবাদ আপনাকে লিখাটা উপহার দেওয়ার জন্য।
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০২
295154
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ মামুন ভাই, গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File