একজন ভাগ্যবান পিতার গল্প!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ০৬ আগস্ট, ২০১৫, ০৯:১২:২৩ সকাল
আবু তারেক, আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। একই সময়ে প্রবাসী হয়েছি এবং ফ্যমিলি আনার আগে একই রুমে থাকতাম দু’জন। বর্তমানে একজন সফল প্রবাসী ব্যবসায়ী। দেশের ১০০০ ধনীর তালিকা তৈরী করলে তাকে বাদ দেয়া কঠিন হবে। মাকে হারিয়েছেন অনেক আগে। বৃদ্ধ বাবার খেদমতের জন্য দেশে বাড়ী-গাড়ী আর চাকর নকরের কোন অভাব ছিলনা। কিন্তু তিনি তার বাবাকে সাথেই রাখবেন। সংযুক্ত আরব আমীরাতে স্ত্রী-সন্তানকে সাথে রাখার রেসিডেন্স ভিসা সহজ হলেও মা-বাবার রেসিডেন্স ভিসা সাধরণত হয় না। সর্বোচ্চ মহলে বিশেষ প্রচেষ্টার মাধ্যমে বাবার রেসিডেন্স ভিসা বের করে সাথে রেখেছেন প্রায় আট-দশ বছর তথা জীবনেরে শেষ দিনটি পর্যন্ত। (গত পোষ্টে যার মেজবানী নিয়ে লিখেছিলাম)
এক্ষেত্রে আমাদের ভাবী উম্মে তারেক বিশেষ প্রশংসা পাবার যোগ্য। মূলত এতটি বছর তার নিরলস ত্যাগ এবং সেবা যত্নের কারণেই এই বৃদ্ধ লোকটি জীবনের শেষ দিন পর্যন্ত তাদের তত্বাবধানে থেকে সম্মানের সাথে ইহলোক ত্যাগ করেছেন। উক্ত সময়টুকুতে বন্ধু আবু তারেক ব্যবসায়ীক এবং অন্যান্য কারণে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্যবার ভ্রমন করেছেন কিন্তু তার স্ত্রী একটি বারও তার সাথে ভ্রমনে যাওয়ার বায়না ধরেননি, শ্বশুরের অযত্ন হওয়ার ভয়ে। আমাদের মুসলিম মা-বোনেরা যদি উম্মে তারেকের মতো সহনশীল এবং দয়াবান হতেন, তাহলে বৃদ্ধ-বৃদ্ধাগণ জীবনেরে শেষ দিনটুকু বৃদ্ধাশ্রমের বদলে আপনজনদের সাথে থেকে চির বিদায় নিতে পারতেন। আমরা দেখেছি, মা-বাবাকে সাথে রাখার ইচ্ছে থাকলেও অনেক সময় স্ত্রীর অসহযোগীতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না। মনে রাখতে হবে, আমরা আমাদের মা-বাবার প্রতি সদয় হলে আমাদের প্রতিও আমাদের সন্তানেরা সদয় হবে। আল্লাহর নিকট থেকে পুরস্কারতো রয়েছেই। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন।
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সমাজে এখনো এমন অনেক মহিলা / পরিবার আছেন, কিন্তু সাধারণতঃ এঁরা প্রচারবিমুখ হয়ে থাকেন!
হয়তো সমাজটা সে কারণেই এখনো বাসযোগ্য আছে!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
জাযাকাল্লাহ।
-আমাদেরকে উপহার দিয়েছেন আরেক ভাগ্যবান ব্যক্তি, ধন্যবাদ।
প্রিয় সেই ভাগ্যবান,
মুহাম্মদ লোকমান।...
আল্লাহতায়লা উনাদের উভয়কে উত্তম প্রতিদান দিন।
সুন্দর জীবনী শেয়ার করার জন্য
উম্মে তারেক অবশ্যই দুনিয়া ও আখিরাতে এর সূফল পাবেন ইন শা আল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন