সময় থাকতে মনা হুশিয়ার...
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৪ জুন, ২০১৫, ০৪:০৪:২২ বিকাল
আমরা (মুসলমানেরা) অনেক ইবাদাত বৃদ্ধ বয়সের জন্য শিকেয় তুলে রাখি। যেমন; হজ্জ, দাড়ি রাখা, তাহাজ্জুদ গুজার, ইতেকাফ ইত্যাদি। অথচ আমাদের বিন্দু মাত্র ধারণা নেই যে, কখন ওপাড়ের ডাক পড়বে এবং সব আমল বন্ধ হয়ে যাবে।
আল্লাহ বলেছেন, তিনি শিরক ছাড়া সব গোনাহ মাফ করে দেবেন (আন নেসা- ৪৮)। এজন্য তো অবশ্যই আল্লাহর নিকট অতীতের গোনাহের জন্য মাফ চেয়ে নিতে হবে।
চলুন না বন্ধুগণ! যাদের সুযোগ আছে, পবিত্র রমজানের শেষের দশটি দিন-রাত দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত থেকে একমাত্র আল্লাহর সান্নিধ্যে কাটিয়ে দেয়ার নিয়্যাত করি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ্!
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
বয়স বাড়ার সাথে সাথে অনেক দায়িত্ব এসে পড়ে এবং সাথে আলসেমীও । ফলে হজে যাবার মত আর্থিক সামর্থ্য থাকলেও শারিরীক সামর্থ্য চলে যায় ।
এই হচ্ছে আমাদের দেশের তথাকথিত মুরুব্বি যাদের সময় নাকি ইসলাম অনেক বেশি ছিল তাদের মানসিকতা!!
মন্তব্য করতে লগইন করুন