ছাত্রজীবনের টুকিটাকি- ১
লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১৮ মে, ২০১৫, ০২:৪৬:১৮ দুপুর
কী-সব কারণে দ্বিতীয় শ্রেণী পড়া হয়নি আমার। প্রথম শ্রেণী থেকে সরাসরি তৃতীয় শ্রেণীতে ভর্তি করে দিয়েছিলেন বাবা। ফল যা হবার তা’ই হলো- স্কুলের পড়া কভার করতে না পারার কারণে প্রতিদিন স্যারের বেত্রাঘাত এবং বছর শেষে অকৃতকার্য্য। সুতরাং তৃতীয় শ্রেণীতে দুই বছর থাকার ফলে পরের বছর দ্বিতীয় স্থান নিয়ে ৪র্থ শ্রেণীতে উঠেছিলাম।
ক্লাস ফোরে সমাজ পাঠ যে স্যার পড়াতেন তিনি প্রতি সপ্তাহেই পরীক্ষা নিতেন। খারাপ করলে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে কষে কষে বেত্রাঘাত। নজরুল নামের এক সহপাঠী ছিল একটু অঘা টাইপের। একদিন সমাজ পরীক্ষার আগে সে আমাকে আচাড়- আইসক্রীম ইত্যাদি খাইয়ে তাকে পরীক্ষায় দেখানোর জন্য রাজী করে। সে যথারীতি পিছনে বসে আমাকে নকল করে যাচ্ছে। আমার মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসলো। আমি করলাম কি, লেখার মাঝখানে আমার নামটা লিখে স্যারকে খাতা জমা দেয়ার আগে তা কেটে দিলাম।
নজরুলের খাতায় চোখ বুলানোর পর স্যার ওকে ডেকে সোজা টেবিলের নিচে মাথা ঢুকিয়ে সপাসং বেত্রাঘাত করতে লাগলেন। আর বকতে লাগলেন, ‘লক্ষিছাড়া- পড়া শিখে আসে না, নকল করে......’। আমি উঁকি দিয়ে দেখলাম, তার লেখার মাঝখানে আমার নাম শোভা পাচ্ছে। সে এতটা অঘা হবে ভাবিনি, আমি ধরে নিয়েছিলাম সে আমার নাম লিখবেনা বা লিখলেও আমার মতো কেটে দেবে এবং পরে এটা নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি হবে।
এখন স্মরণ হলে নজরুলের বোকামির জন্য হাসি পেলেও নিজের অপকর্মটির জন্য অনুশোচনা হয়।
চলবে.....
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভাল আর মজা পেয়েছি ,ধন্যবাদ ভাইয়া শেয়ারের জন্য ।
আপনাকে অনেক ধন্যবাদ।
কলম যেন বন্ধ না হয়..ধন্যবাদ।
ভাল লাগল আপনার শৈশবের স্মৃতি জেনে ।
কবি ভাইয়ের ভালো লাগলো জেনে খুশী হলাম।
মন্তব্য করতে লগইন করুন