দুয়া বেচা কেনার হাট বাজার!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৩ নভেম্বর, ২০১৪, ১১:১৬:৪৯ সকাল

দৈনিক লক্ষ লক্ষ টাকার দুয়া বেচা-কেনা হয় আমাদের দেশে। এটি যেন একটি অ-ঘোষিত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী ফর দুয়া’। রোগ মুক্তির আশায় দুয়া, মৃত মা-বাবা-নিকটাত্মীয়ের জন্য দুয়া, সন্তান হওয়ার জন্য ‍দুয়া, সন্তান সুস্থ থাকার জন্য ‍দুয়া, আয় রোজগার বৃদ্ধির জন্য দুয়া, ঘরে ভূত-প্রেত না আসার জন্য দুয়া এবং আরো অনেক বিষয়ে এক ঝাঁক মৌলভী দিয়ে দোয়া কামনা করা হয়ে থাকে।

দেশের প্রায় প্রতিটি মসজিদ এবং মাজার কেন্দ্রীক ইমাম-মোয়াজ্জিনদের নেতৃত্বে গড়ে ওঠেছে একেকটি সিন্ডিকেট। এ বানিজ্য চলছে দেদারছে। এসব দুয়া অনুষ্টাণের কয়েকটির নাম- শেফার দুয়া, সফিনা খতম, খতমে কুরআন, খতমে বুখারী/মুসলিম শরীফ, খতবে খাজেগান, খতমে গৌসিয়া এবং আরো অনেক অনেক নাম রয়েছে দুয়ার।

এসব দুয়া ব্যবস্থাপনার ফিঃ (হাদিয়া!)ও কিন্তু খুব একটা কম নয়, দুয়ার ধরন হিসেবে কয়েক শ থেকে কয়েক হাজারও হয়ে থাকে ফিঃ (হাদীয়া!)

দোয়া বিক্রেতাদের অকাঠ্য ফতোয়- বিচারকের সাথে আর্গুমেন্ট করার জন্য যেমন উকিল প্রয়োজন, তেমনি আল্লাহর নিকট কারো দোয়া পৌঁছানোর জন্যও তাদের মাধ্যম প্রয়োজন। অথচ আল্লাহ বলেন- ‘তোমরা আমাকে ডাকো; আমি তোমাদের ডাকে সাড়া দেবো।’- ৪০ :৬০ ‘তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো।’ - (২ : ১৫২)।

একটু ভেবে দেখুন! আমার রোগমুক্তি সহ সকল প্রয়োজন পূরণের জন্য আমার চেয়ে বেশী আন্তরিকতা আর দরদ দিয়ে অন্য কেউ আল্লাহর নিকট চাইতে পারে? আমার প্রিয় মাতা-পিতার জন্য আমার চেয়ে বেশী আন্তরিকতা দিয়ে কেউ কি দোয়া করতে পারে? আল্লাহ তো সব ভাষা বুঝেন, এমন কি বোবার ভাষা এবং মনের ভাষাও।

এর মানে এই নয় যে, কেউ কারো জন্য দোয়া করতে পারবে না। অবশ্যই মু’মিনরা পরস্পরের জন্য দোয় করবেন। এজন্য হাট-বাজার খুলে বসার কোনই প্রয়োজন নেই।

বিষয়: বিবিধ

১৫৯৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287093
২৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
সাফওয়ান লিখেছেন : ঠিক বলেছেন
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
231238
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদ সাফওয়ান ভাই।
287095
২৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
231239
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
287107
২৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
লালসালু লিখেছেন : আমার জন্য দোয়া করবেন-ফ্রী
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
231240
মোহাম্মদ লোকমান লিখেছেন : দোয়া ফ্রী করার জন্যই তো এই আন্দোলন!
287110
২৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল বলেছেন। ধন্যবাদ আপনাকে।
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
231241
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনকেও অনেক ধন্যবাদ।
287133
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৭
প্রবাসী আশরাফ লিখেছেন : ভালো একটা বিষয় নিয়ে আলোকপাত করেছেন...এইটা ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে দেশের আনাচে-কানাচে...ধর্মীয় শিক্ষার অভাবেই এই ক্যান্সারের বিস্তার লাভ করেছে...সচেতন সকলকেই এই ক্যান্সার প্রতিরোধে প্রতিশেধকের মতো কাজ করতে হবে।
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
231242
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আমাদেরকে সঠিক পদ্ধতিতে তাঁর নিকট চাওয়ার এবং ইবাদাত করার তাওফিক দান করুন।
287134
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুয়া কেবল মেীলবি সাহেব দের দিয়ে করাতে হবে এই চিন্তা থেকেই এই ব্যবসার উদ্ভব। একসময় নাকি খোনকার বা খোন্দকার নামে আলাদা সম্প্রদায় ছিল এই জন্য। বর্তমানে তার নাম বা পারিবারিক সম্প্রদায় এর পরবির্তন হয়েছে মাত্র। জিবনধারনের জন্য প্রয়োজনিয় অর্থসংস্থান এর অভাব মসজিদের ইমাম মুয়াজজিনদের এই কাজে বাধ্য করে। মানুষের মধ্যে ইসলামি শিক্ষার অভাব ও এর অন্যতম কারন। আমরা এখনও ব্রাম্মন্যবাদি মানসিকতা থেকে বের হয়ে আসতে পারিনাই যে ধর্মিয় বাজ বা প্রার্থনা কেবল বিশেষ যাজক সম্প্রদায় ই করতে পারেন।
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
231243
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত সবুজ ভাই।
287139
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ।
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০০
231244
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
287155
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৮
আফরা লিখেছেন : ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন।
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০০
231246
মোহাম্মদ লোকমান লিখেছেন : পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
287156
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫০
হতভাগা লিখেছেন : দোয়া নিজের জন্য নিজে করাই সবচেয়ে ভাল । অন্যকেও করতে বলা যায় । তবে অন্যকে বলে নিজে কিছু না করে বসে থাকলে কাজ হবে না ।
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০১
231247
মোহাম্মদ লোকমান লিখেছেন : একমত। Happy
১০
287192
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . ভাইয়া। গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করার জন্য জাজাকাল্লাহু খাইর।
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০২
231249
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়াআলাইকুম সালাম। আল্লাহ আাপনাকেও উত্তম জাযা দান করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File