ব্লগিং এর পঞ্চম বর্ষ এবং ফেলে আসা দিনগুলি - ১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২০ মার্চ, ২০১৪, ০১:১৫:৪১ দুপুর

নেটে কাজ করতে গিয়ে ‘সামহোয়্যার ইন ব্লগ’এর সন্ধান পেয়েছিলাম আজ থেকে ঠিক পাঁচ বছর আগে, অর্থাৎ ২০০৯ সালের মার্চ মাসে। প্রথম দর্শনেই অভিভূত! এই মাত্র একটি লেখা প্রকাশ হলো, আর সাথে সাথে ভালো লাগা-মন্দ লাগা জানিয়ে কমেন্ট, অসংখ্য পাঠক! বিষয়টি আমার নিকট মহাশ্চার্য্যই ঠেকেছিল। বৈজ্ঞানিক আর্কিমিডিসের মতো ‘ইউরেকা ইউরেকা’ না আওড়ালেও নিজেকে লেখক হওয়ার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের অনেকটা কাছাকাছি দেখতে পেলাম।

বুঝতে শিখার পর থেকেই আমার মনের মধ্যে বিভিন্ন বিষয়ে উকিঝুকি দিত, মনে হতো আমি যেন কিছু লিখতে পারবো। প্রয়োজনীয় সুযোগ সুবিধা আর পরিচর্যার অভাবে তা অধরাই থেকে গিয়েছিল। তাই বিষয়টি অবসর জীবনের জন্য রেখে দিয়েছিলাম। মহান আল্লাহ যদি স্বাভাবিক জীবন দান করে থাকেন তাহলে অবসর শুরু হবে আরো অন্তত বিশ বছর(ধারণা মাত্র) পর। অবসর জীবনের অলস সময়গুলোতে লেখালেখি করার পরিকল্পনার স্থলে ব্লগের বদৌলতে কর্মময় জীবনের পাশাপাশি লেখালেখির সুযোগ! এতো সোনায় সোহাগা। প্রযুক্তির ভেলায় চড়ে কমপক্ষে বিশটি বছর এগিয়ে যাওয়া কি চাট্টিখানি কথা?

সামহোয়্যার ইন ব্লগ,এসবি ম্যাগাজিন, এসবি ব্লগ আর আমার বর্ণমালার সিঁড়ি বেয়ে আজ বিডিটুডের ব্লগার। আমার বিডিটুডের ১বছর ২মাস ১৬ দিনের ব্লগ পরিসংখ্যান দেখে বন্ধুরা আমাকে ব্লগার হিসেবে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করবেন হয়ত। তবে আমার ব্লগ জীবনের প্রাথম তিনটি বছরের ইতিহাস ছিল খুবই উজ্জল। তখনকার এক মাসের পরিসংখ্যানও এর উপরে ছিল। বিগত প্রায় দুই বছর যাবৎ ব্লগ বিশ্ববিদ্যালয়ের পিছনের বেঞ্চের ছাত্র হয়ে আছি। যদিও আমি নিজেই ব্লগকে লেখক তৈরীর বিশ্ববিদ্যালয় বলে থাকি। পিছিয়ে পড়ার পর থেকে আবারও নিয়মিত হওয়ার বার বার চেষ্টা করেও সফল হইনি।

এবার দৃঢ় সংকল্প গৃহীত হলো, নিয়মিত লিখবো ইনশা-আল্লাহ্। ব্লগের ফেলে আসা দিনগুলির টুকটাক অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে নতুন যাত্রার ফলক উম্মোচন করতে যাচ্ছি। আশা করছি বন্ধুদের সহযোগীতা পাবো আবারও। সকলের প্রতি আন্তরিক দোয়া এবং ‍শুভকমানা রইলো।

বিষয়: বিবিধ

১৫০৩ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195151
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:১৭
গেরিলা লিখেছেন : ছোট কিন্তু কাজের পোষ্ট। চলুক
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:১৮
145544
গেরিলা লিখেছেন : দৃঢ় সংকল্প গৃহীত হলো, নিয়মিত লিখবো ইনশা-আল্লাহ্।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
145618
মোহাম্মদ লোকমান লিখেছেন : ছোট্ট লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
195166
২০ মার্চ ২০১৪ দুপুর ০২:০৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার মত সিনিয়র ব্লগারদের সাহচর্য্য পেয়ে আমরা নবীনরা কিছু শিখতে চাই। আপনাকে নিয়মিত চাই।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
145621
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইনশা-আল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করবো।

বাস্তবতা হলো, নবীনদের মধ্য থেকেও যথেষ্ট শেখার আছে। ক্ষেত্র বিশেষে প্রবীনদের চেয়েও বেশী।
195197
২০ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনাকে ইদানিং ব্লগে পাই না তাই মুনডা কুপ কারাপ।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
145624
মোহাম্মদ লোকমান লিখেছেন : আশা করিতেছি আপনার মুনডা এতোক্ষণে কুপ বাল হয়ে গিয়েছে। আপনার মুনডা বাল হৈলো কি না জানালে খুশী হবো।
195208
২০ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বাংলা ভাষার জগতে প্রথম দিকের ব্লগার হিসেবে আপনাকে অভিনন্দন। আপনি আসলে একজন ভাল মানের ব্লগার, উন্নত মানের লেখক।

সোনার বাংলাদেশ ম্যাগাজিনে আপনার প্রবন্ধের সংখ্যা ৭০ পেরিয়েছিল! এটা কোন সামান্য ব্যাপার নয়। ব্লগে সংক্ষিপ্ত পরিসরে কিছু লেখা আর একটি বিষয়কে বাছাই করে প্রবন্ধ লিখার মাঝে অনেক তফাৎ।

পেশাদারী লেখক কিংবা খ্যাতিমান হতে চাইলে এত দিনে আপনার বেশ কয়েকটি হয়ত বই বের হত। সফল ব্যবসায়িক হিসেবে অর্থনৈতিক কষ্টে নাই বলে হয়ত সেদিকে যান নাই। তার পরও আপনার সম্বৃদ্ধি ও সাফল্য কামনা করি। অনেক ধন্যবাদ।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
145627
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রিয় টিপু ভাই, আপনার উৎসাহ ব্যঞ্জক মন্তব্যে যথেষ্ট অনুপ্রাণীত হলাম।। ব্লগ কতৃপক্ষ আর আপনাদের মতো উৎসাহ প্রদানকারী ব্লগারদের সহযোগীতায় লেখালেখির জগতে বেশ অগ্রসর হয়েছিলাম। ছন্দপতন না হলে হয়তো আরো বেশ খানিকটা অগ্রসর হওয়া যেতো। দোয়া করবেন আবার ফিরে আসতে চাই সে হারানো জগতে।
195226
২০ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেলে আসা দিনগুলিকে ফিরিয়ে আনা যায়না। কিন্তু নতুন দিনগুলিকে নতুনভাবে চলা যায়। একসময় ব্লগ এ লেখক,পাঠক উভয়ই কম ছিল। এখন অনেক বেড়ে গেছে। স্বাভাবিক ভাবেই অনুপাতে ভাল লিখার পরিমান কমে গেছে। কিন্তু আপনার মত ব্লগাররা যদি ব্যাকবেঞ্চার হয়ে যান তাহলে নতুনদের উন্নতির সুযোগ ও কমে যাবে। তাই আশা করব আপনি আগের চেয়েও বেশি গতি শিল হবেন।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
145645
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনুপাতে ভাল লেখা কমেছে ঠিক। তবে নতুনদের মধ্যে যথেষ্ট মান সম্পন্ন ব্লগার তৈরী হয়েছেন।
আমিও চাই লেখা লেখির ধারাবাহিকতা চালু রাখতে। দোয়া করবেন, সবুজ ভাই।
195262
২০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৪
সিটিজি৪বিডি লিখেছেন : ৫ বছর ১০ মাস আগে সামইন এর মাধ্যমে ব্লগিং শুরু করেছিলাম। এখনো ব্লগিং করে যাচ্ছি। এই ব্লগের মাধ্যমে আপনার সাথে আমার পরিচিয হয়। আপনার সাথে আবুধাবীতে দুই বার দেখা হয়েছিল। চট্টগ্রামে দুইজন মিলে ব্লগার মোশারফ ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম.........এখনো সেই স্মৃতি মনে পড়ে। আপনাকে নিয়মিত দেখতে চাই। হ্যাপি ব্লগিং ...........ভাল থাকুন।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
145653
মোহাম্মদ লোকমান লিখেছেন : সামুতে নাস্তিকদের আক্রমন প্রতিহত করার যুদ্ধে আপনাকেও পেতাম সহযোদ্ধা হিসেবে। ওখানে থেকে একটি সুস্থ ব্লগের অভাব ফিল করেছিলাম খুব। আলহামদু লিল্লাহ্! পেয়েও গেলাম...
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
146309
সিটিজি৪বিডি লিখেছেন : সামু এখন আমাকে প্রথম পাতায় আসতে দেয় না।
195353
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
নাহিদ লিখেছেন : আপনার অভিব্যক্তি ভালো লাগলো। একসময় নাওয়া খাওয়া ভুলে ব্লগে পড়ে থাকতাম। এসবি ব্লগ বন্ধ হয়ে যাওয়ার পর ব্লগ লেখা ছেড়ে দিয়েছি। তবে আপনাদের দেখে পুরানো ইচ্ছাটা আবার জেগে উঠে।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
145654
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক দিন পর আপনাকে পেলাম নাহিদ ভাই। চলুন আমরা আবারো শুরু করি।
195361
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। নিয়মিত লিখবেন। ধন্যবাদ।
২১ মার্চ ২০১৪ সকাল ০৮:৫০
145819
মোহাম্মদ লোকমান লিখেছেন : বাস্তবতা হলো আপনাদের মতো নবীনদের নিকট থেকেও অনেক কিছু শিখছি।
ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
195363
২০ মার্চ ২০১৪ রাত ০৮:০০
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমার ব্লগীং এর বয়স ৪ বছর, ৮ মাস, ২৫ দিন, ১১ ঘন্টা, ৩৩ মিনিট । প্রথম আলো ব্লগ থেকে আমার শুরু । এখন আর যাই না ।
২১ মার্চ ২০১৪ সকাল ০৮:৫২
145820
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনিতো মাশা-আল্লাহ ব্লগে বেশ সক্রিয়। দোয়া করছি, আমার মতো যেন মাঝখানে ছেদ না পড়ে। ভালো থাকুন।
১০
195404
২০ মার্চ ২০১৪ রাত ০৮:৪২
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাংলা ভাষার জগতে প্রথম দিকের ব্লগার হিসেবে আপনাকে অভিনন্দন। আপনি আসলে একজন ভাল মানের ব্লগার, উন্নত মানের লেখক।
২১ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৪
145821
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যতটা বলছেন ততটা না হলেও আপনাদের মতো উৎসাহদাতা ব্লগারদের উৎসাহে বেশ খানিকটা অগ্রসর হয়েছিলাম।
১১
195834
২১ মার্চ ২০১৪ রাত ০৮:৪৫
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৩
146347
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার জন্যও অনেক ধন্যবাদ্। আজকালতো আপনি খুব একটা লিখেন না!
১২
195969
২২ মার্চ ২০১৪ রাত ০৩:৪৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনার নিয়মিত লেখা পাবার আশায় রইলাম। পঞ্চম বর্ষ পূর্তিতে অভিনন্দন Rose Rose Rose
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪০
146310
সিটিজি৪বিডি লিখেছেন : আমার দুলাভাই ভীষণ ব্যস্ত থাকেন বলে ব্লগে নিয়মিত হাজিরা দিতে পারেন না
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৮
146352
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইনশা-আল্লাহ্! চেষ্টা করবো।
ব্লগে সক্রিয় ‍থাকা অবস্থায় লেখায় যথেষ্ট স্বাচ্ছন্দ বোধ করতাম। কোন একটা বিষয় সমানে আসলে অনায়াসে লিখতে পারতাম। এখন বেশ কষ্ট হয়। আবারো সেই হারানো দিনে ফিরে যাবার নিয়্যত করেছি। দোয়া করবেন।
১৩
196236
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫২
মোহাম্মদ লোকমান লিখেছেন : @সিটিজি৪বিডি : দুলাভাই হাজির।
১৪
198693
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
148752
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৫
198716
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১৭
আবু জারীর লিখেছেন : পনার আবেগের সাথে আমার আবেগের যথেষ্ট মিল পেলাম। লেখার চেয়ে পড়তেই বেশী ভালো লাগত তাই প্রথম প্রথেম লিখতে আগ্রহী ছিলামনা। আপনার নামে নাম প্রিয় ব্লগার লোকমান (লোকমান বিন নূর হাশেম) এর অনুপ্রেরণায়ই মূলত কী বোর্ডে আঙুল রেখেছি।
ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২১
148755
মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বী, লোকমান ভাইয়ের সাথে আমার পরিচয় এসবি ম্যাগাজিনে। তখন আমি নিয়মিত প্রবন্ধ লিখতাম ওখানে। তিনি আমার লেখা খুব আগ্রহ নিয়ে পড়তেন। আমরা পারস্পরিক লেখালেখিতে উৎসাহীত করাতাম। তাঁর প্রকাশিত বইয়ের মুখবন্ধে আমার প্রসঙ্গ ও এনেছেন তিনি।
১৬
198718
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:২২
আহমদ মুসা লিখেছেন : আমার দুর্ভাগ্য আপনার এতো সুন্দর লেখাটি আমার নজরেে এতোদিন পড়েনি। ব্লগিং জগতে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা শুনে মনে হচ্ছে আমি আপনার ছাত্র হওয়ার যোগ্যও হয়ে উঠিনি।
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
148757
মোহাম্মদ লোকমান লিখেছেন : এসবি, আমার বর্ণমালা এবং বিডিটুডে আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমত। এসব প্লাটফর্ম না পেলে আপনাদের যোগ্যতা তুলে ধরা সম্ভব হতো না। আপনারা, নবাগতরা আমদের চেয়ে অনেকগুন ভালো লিখেন, আলহামদু লিল্লাহ। আল্লাহ আপনাদের লেখনির যোগ্যতা আরো বাড়িয়ে দিন।
১৭
225439
২৪ মে ২০১৪ দুপুর ০১:৫৬
শাহ আলম বাদশা লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File