ঢাকার পথে তূর্ণায়.....

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ১০ মার্চ, ২০১৪, ০৮:১২:১০ সকাল

রাত এগারোটায় চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল সাড়ে ছয়টার দিকে ভৈরব ষ্টেশন ফেলে এসে একটা ব্রিজের উপর ওঠার পর একটু ঝাঁকুনি অনুভব করলাম। তারপর থেকে অনেকক্ষণ থেমে থাকার পর আমাদের কয়েক বগী সামনে থাকা এক পরিচিত জন জানালেন তারা চলে যাচ্ছেন কিন্তু পেছনে কয়েকটি বগী থেমে আছে, সে থেমে থাকা বগীর মধ্যে আমরা আছি কি না। যাই হোক পরে বুঝতে পারলাম ঐ ঝাঁকুনির সময় আমাদের বগী সহ বেশ কয়েকটি বগী ইঞ্জিনচ্যুত হয়ে আমরা থেমে আছি।

প্রায় দেড়ঘন্টা পর আরেকটি ইঞ্জিন এসে আমাদেরকে সাপমারা বাজারের নিকট নিয়ে আসা হলো। যে ইঞ্জিনটি আমাদেরকে ফেলে এসেগিয়েছিল ওটা সাপমারা বাজারে অপেক্ষা করছে। আমাদের বগীগুলো এখন ওটার সাথে জয়েন্ট করার চেষ্টা করা হচ্ছে।

আলহামদু লিল্লাহ্ আমাদের ট্রেনটি ইঞ্জিনচ্যুত হয়েছে, লাইনচ্যুত হয়নি। দোয়া করবেন।

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189752
১০ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৭
হতভাগা লিখেছেন : আল্লাহ রক্ষা করনে ওয়ালা ।

আমি সকাল সাত টায় চট্টগ্রাম মেইল ধরে উত্তরা(বিমানবন্দর রেল স্টেশন) থেকে মতিঝিল (কমলাপুর)এসেছি ।

চট্টগ্রাম মেইল মনে হয় আগে ছিল তূর্ণা নিশিথার ?

তূর্ণা নিশিথা (মানে সাদা বগির চট্টগ্রাম-ঢাকা ট্রেন) খুব ভাল টানে ।

এটা সূবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম)/মহানগর প্রভাতীর (ঢাকা)নাম ধারণ করে সকালে।

আর চট্টগ্রাম মেইল মহানগর গোধুললি নাম ধরণ করে বিকাল ৪.৪০ এ ঢাকা থেকে ছাড়ে ।

( আমার জানা ভুলও হতে পারে )
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৫
140960
মোহাম্মদ লোকমান লিখেছেন : এটা লেখা আছে 'Turna express' snigdha

প্রায় আড়াই ঘন্টা দেরীতে গন্তব্যে পৌঁছলাম।
189760
১০ মার্চ ২০১৪ সকাল ০৯:১৯
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহ সুস্থ রাখেন।
আমিন।
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৬
140962
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলহামদু লিল্লাহ্! প্রায় আড়াই ঘন্টা বিলম্বে গন্তব্যে পৌঁছলাম।
189771
১০ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৭
সজল আহমেদ লিখেছেন : দুআ রইল।
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৬
140963
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলহামদু লিল্লাহ্! আপনাদের দুয়া’য় প্রায় আড়াই ঘন্টা বিলম্বে হলেও গন্তব্যে পৌঁছলাম।
189784
১০ মার্চ ২০১৪ সকাল ১০:০২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ রহম করুন। ভয়াবহ ঘটনা।
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৭
140964
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলহামদু লিল্লাহ্‌! আল্লাহর রহমতে বড় কোন দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচালেন।
189815
১০ মার্চ ২০১৪ সকাল ১০:৩৩
সিটিজি৪বিডি লিখেছেন : বলেন কি ভাইজান.........আল্লাহর অশেষ রহমতে আপনারা রক্ষা পেলেন। আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা কি কখনো ভাল হবে না।? একবার ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে প্রায় ১০ ঘন্টার বেশী সময় লেগেছিল। কি যে কষ্ট পেয়েছিলাম ভাষায় বর্ণণা করতে পারছি না।
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৪০
140968
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রায় অর্ধেকের বেশী ট্রেন রেখে ড্রাইভার চলে যাচ্ছেন কিন্তু কোন খবর নাই।
189841
১০ মার্চ ২০১৪ সকাল ১১:০০
ফাতিমা মারিয়াম লিখেছেন : আল্লাহ আপনাদের সবার হিফাজত করুন। আমীন।
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৪০
140969
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমীন।
190148
১০ মার্চ ২০১৪ রাত ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ কোন দুর্ঘটনা ঘটেনি।
১১ মার্চ ২০১৪ সকাল ১১:২৫
141369
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলহামদু লিল্লাহ্!
190386
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:০৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আল্লাহ হেফাযতকারী, আপনার রুগি কেমন আছে লোকমান ভাই । আমি দোয়া করেছি যাতে কোন সমস্যা ছাড়া ভালই ভালই ট্রিটমেন্ট নিয়ে ফিরে আসতে পারেন ।
১১ মার্চ ২০১৪ রাত ১০:৪৯
141837
মোহাম্মদ লোকমান লিখেছেন : অপারেশন সাক্সেস আলহামদু লিল্লাহ্‌। আগামীকাল ফিরবো, ইনশা আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File