হুগো শ্যাভেজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক

লিখেছেন লিখেছেন কুমারেষ ১২ জানুয়ারি, ২০১৩, ০১:২৫:৫৯ দুপুর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের অবস্থা আশঙ্কাজনক। সরকার সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে তাঁর। গত এগারোই ডিসেম্বরের অস্ত্রোপচারের পর থেকেই শ্যাভেজের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। ভেনেজুয়েলা সরকার দেশবাসীকে প্রেসিডেন্টের বিষয়ে আশ্বস্ত করেছে। তবে দশ জানুয়ারি শ্যাভেজের শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাবে কিনা তা স্পষ্ট নয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। গত এগারোই ডিসেম্বর কিউবায় ক্যান্সারের জন্য চতুর্থবার অস্ত্রোপচার হয় শ্যাভেজের। প্রায় ছয় ঘণ্টার অস্ত্রোপচারের পর আচমকা রক্তক্ষরণের জেরে কিছু জটিলতা দেখা দেয়। তারপর থেকেই গুরুতর অসুস্থ তিনি। ভেনেজুয়েলা সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্ত্রপচারের জেরে স্যাভেজের ফুসফুসে সংক্রমণ হয়েছে। তার ফলে শ্বাসকষ্টে ভুগছেন তিনি।

অস্ত্রোপচারের পর থেকে স্বাভাবিকভাবেই জনসমক্ষে দেখা যায়নি শ্যাভেজকে। কিন্তু একই সঙ্গে অসুস্থ প্রেসিডেন্টের সাম্প্রতিক কোনও ছবি বা ভিডিও দেখা যায়নি ভেনেজুয়েলার সংবাদমাধ্যমে। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছে প্রশাসন।

তবে জল্পনা থামছে না। একদিকে পশ্চিমি সংবাদমাধ্যমে শ্যাভেজের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা। অন্যদিকে দীর্ঘদিন প্রেসিডেন্ট অন্তরালে। কিছুটা আশঙ্কা দেখা দিয়েছে ভেনেজুয়েলার মানুষের মধ্যে। তাঁরা অধীর আগ্রহে শ্যাভেজের খবর পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী আগামী দশ জানুয়ারী ফের প্রেসিডেন্ট পদে শপথ নিতে হবে হুগো শ্যাভেজকে। কিন্তু অসুস্থতার কারণে শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাবে কিনা তা নিয়ে এখন জোর জল্পনা।

বিষয়: আন্তর্জাতিক

১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File