পাকিস্তানে জঙ্গি হামলা, মৃত ১১৬
লিখেছেন লিখেছেন কুমারেষ ১২ জানুয়ারি, ২০১৩, ০১:২৪:০৯ দুপুর
সাধারণ নির্বাচনের আগে পাকিস্তানে ফের জঙ্গি হামলা৷ বৃহস্পতিবার সন্ধে থেকে রাত পর্যন্ত পরপর ছ’টি বিস্ফোরণে কেঁপে ওঠে বালুচিস্তান ও খাইবার এলাকা৷ মৃত ১১৬ ও আহত অসংখ্য৷ বালুচিস্তানের রাজধানী কোয়েটায় প্রথম বিস্ফোরণটি ঘটে৷ সেখানে নিশানায় ছিল পাক নিরাপত্তাবাহিনীর একটি গাড়ি৷ বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে, কয়েক কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়৷ সেখানেই প্রাণ হারান ২০ জন৷ পরে কোয়েটায় অন্য একটি আত্মঘাতী বিস্ফোরণে ৫৬ জন মারা যান৷ মৃত ও আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন সাংবাদিক ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও৷ এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার না করলেও, তালিবান ও বালুচ জঙ্গিগোষ্ঠীর দিকেই সন্দেহের তির রয়েছে৷
বিষয়: আন্তর্জাতিক
৮৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন