পঁচিশে ফেব্রুয়ারি

লিখেছেন লিখেছেন শফিক সোহাগ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:১৬:৩০ সন্ধ্যা



কিছু শব্দ ধার দিবে আমায়?

একটি কবিতা লিখব।

সুঁই-সুতাও লাগবে আমার

একটি শব্দমালা গাঁথব।

.

কোন শব্দ নেই কবিতা লিখার

এ যাবৎ শিখেছি যত,

কোন মালা নেই এ ধরায়

যে মালা গাঁথব তার মত।

.

কিছু আবেগ দিবে আমায়?

একটি দুঃখের কথা বলব,

সাথে কিছু অশ্রু দিও

নীরবে কিছুক্ষণ, আমি কাঁদব।

.

আবেগ যত ছিল তা দিয়ে

পারছিনা সে কথা বলতে,

সব অশ্রু শেষ হয়েছে

আর পারছি না কাঁদতে।

.

কিছু শক্তি দাও আমায়

একটি চিৎকার করব!!

চিৎকার করে করে আমি

সে কথাটি বলব।

.

আমার চিৎকার যদি কেউ না শুনে,

চিৎকার রাখব আমি জারি,

আমার কথা যদি কেউ না বুঝে

তবুও বলব পঁচিশে ফেব্রুয়ারি।

.

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306254
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩২
আওণ রাহ'বার লিখেছেন : Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face চোখের কোনায় পানি চলে আসলো।
ধন্যবাদ দিতে চাইনা কবিতার জন্য এ কবিতাতো ওহ............
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৫
247891
শফিক সোহাগ লিখেছেন : আমি লিখতে চেয়ে অন্য কিছু..... কিছু কোন শব্দ দিয়ে কিভাবে সাজাবো তা কোনভাবেই পারছিলাম না, সেই না লিখতে পারার অনুভূতি থেকে এই লিখা।
306255
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩২
আওণ রাহ'বার লিখেছেন : প্রচন্ড রকম নাড়া দিলো দিলে Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৫
247892
শফিক সোহাগ লিখেছেন : ধন্যবাদ আপনাকে আমার ব্লগ বাড়িতে আসার জন্য।। Good Luck
306289
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৫৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! হ্রদয়ের গভীরে নাড়া দিলো কবিতাটি!

শুকরিয়া শেয়ার করার জন্য Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৪০
247938
শফিক সোহাগ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং উৎসাহ দেয়ার জন্য।
দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File