তোমার আর আমার ঈদ
লিখেছেন লিখেছেন শফিক সোহাগ ২৭ জুলাই, ২০১৪, ০৫:৫৭:৫৫ বিকাল
তোমার আর আমার ঈদ
(আমি গাঁজার এক শিশু)
তুমি যখন আকাশে খোঁজ- চাঁদা উঠল বুঝি,
আমি তখন আকাশে ইসরাইলী কামানের গোলা খুঁজি।
.
তুমি যখন প্রহর গুন চাঁদ দেখে হাঁসিতে,
আমি তখন প্রহর গুনি রক্ত সাগরে ভাসিতে ।
.
বন্ধুদের সাথে তুমি যখন ঘুরবে দল বেঁধে,
লাশ নিয়ে আমিও তখন ঘুরবো কেঁদে কেঁদে।
.
পাড়া থেকে পাড়ায় যাবে তুমি বন্ধুদের নিয়ে,
কবর থেকে কবরে যাবো আমি দাফন দিয়ে।
.
ঈদে লাল টুকটুকে একটা জামা তোমার আছে,
আমারও কম কি? কাফন আছে আমার কাছে ।
.
ফিরনী সেমাই পায়েশ খাবে তুমি এটা জানি,
আমি খাবো একমুটো শুকনো খাবার আর পানি ।
.
ভাবছো কি তুমি? ঈদ হবে না আমার,
ঈদ আছে আমার, হোকনা আমি শিশু গাজার।
.
জানতে চাও? ঈদ আমি করবো কোথায় কখন,
জান্নাতুল ফোরদৌসে করব ঈদ, শহীদ হব যখন।
.
সেদিন হাঁসবো আমি করব ঈদের সকল খুশি,
অবাক হয়ে তাকিয়ে, দেখবে আমায় পুরো বিশ্ববাসী।
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘর নেই নিদ নেই
কষ্ট ও দুঃখে!!
কী যে ব্যথা বুকে!!!
মন্তব্য করতে লগইন করুন