আমি ভাই সরাসরি কথা বলতে চাই।

লিখেছেন লিখেছেন সরাসরি ৩১ ডিসেম্বর, ২০১২, ০৯:৩৫:০২ সকাল

নতুন ব্লগ, নতুন ব্লগার। ঠোঁটকাটা বলে আমার বদনাম আছে। অনেকেই আমার কথা শুনতে পারেনা কারণ আঁতে ঘা লাগে। যা বুঝি তা সরাসরি বলেদেই বলেই এমন হয়। একধরণের মানুষ আছেন যাদেরকে মধু মাধব বলে, তারা সবার কাছেই ভাল থাকার চেষ্টা করেন, কারো মন্দ দিক বলেন না। এজন্য সমাজে তাদের দাওয়াত থাকে সবার বাড়িতে।

আমি কিন্তু আগেই বলে রাখলাম, আমাকে সরাসরি কথা বলতে দিতে হবে। কে রাগ করলো, কে গোস্বা করলো তাতে আমার কিছুই যায় আসেনা।

তবে একটা বিষয়ে কথা দিতে পারি, সরাসরি কিন্তু কখনো অযৌক্তিক, গালাগালি, অশ্লীলতা করবেনা এবং কারো ব্যাক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামাবে না।

নতুন ব্লগের সাফল্য কামনা করছি।

বিষয়: বিবিধ

১৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File