ওপেন চ্যালেঞ্জ, আব্দুল কাদের মোল্লাকে কেউ ফাঁসী দিতে পারবে না।
লিখেছেন লিখেছেন সরাসরি ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২১:৫৩ সকাল
শেখ হাসিনা কেনো, তাঁর সব মুরব্বি মিলেও আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিতে পারবে না। এই ফায়সালা আল্লাহর তরফ থেকে এসেছে। এটা কারো করুণা নয়। শেখ হাসিনা তার সমস্থ শক্তি দিয়ে চেষ্টা করেছে। এখন নাস্তিকরা জড়ো হয়েছে। কিন্তু এটা অসম্ভব। জীবন মরনের ফায়সালা হাসিনার হাতে নয়, এটা আল্লাহর হাতে। সেটা আবারও প্রমাণিত হলো এবং সেটাই ঠিক থাকবে।
আবদুল কাদের মোল্লা একজন অতি সাধারণ মানুষ ছিলেন। এখন তিনি ঈমানদারদের রাহাবার হয়ে গেছেন। তিনি এখন মুমিনদের পথ প্রদর্শক। তিনি এখন বেহেস্তিদের সর্দার। শেখ হাসিনা কেনো তার বাপ কবর থেকে উঠে এলেও আল্লাহর ফায়সালা বদলাতে পারবে না।
দেশ বাসী সহ এই বিশ্বই দেখবে হয়তো একদিন এই আব্দুল কাদের মোল্লাই বিশ্বাসীদের নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছেন।
সুতরাং, শাহবাগে নাস্তিকদের স্ফুর্তি করে কোনো লাভ নাই।
আমার ওপেন চ্যালেঞ্জ রইলো, কোনো বাপের বেটার ক্ষমতা থাকলে আবদুল কাদের মোল্লাকে ফাঁসী দিক?
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন