অরক্ষিত পরিবার সমাজ মানেই অরক্ষিত বাংলাদেশ ও আমাদের সভ্যতা।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৬ মার্চ, ২০১৫, ০২:৩০:০৮ দুপুর
বাংলাদেশের বেশিরভাগ পরিবার অসুখী। পরিবারে নেই গনতান্ত্রিক/পরামর্শ চর্চা। বড়দের বসিং ঢুকে যায় ছোটদের মগজে। তারাও বড় হয়ে ছোটদের উপর স্বৈরাচারী হয়ে উঠে। বড়দের একরোখা আচরনে ছোটরা থাকে বড়দের উপর ক্ষিপ্ত। একসময় ছোটরা স্বাবলম্বী হলে বড়দের সম্মান করতে ভুলে যায়। পরিবারের বড়রা নিজের দৃষ্টিভঙ্গীকে(ধর্মীয় মূল্যবোধ নয়) ছোটদের উপর চাপিয়ে দেন। পারিবারিক পাঠশালার পরিবেশ তৈরীতে তারা লজ্জাবোধ করেন। নেই পারস্পরিক সংশোধনের পরিবেশ। যার ফলে পরিবার গুলো হয় এক সদস্য আরেক সদস্যদের বিপক্ষে গীবাত নির্ভর। মনোভাবে শিশুদের জন্যে হাঁ বলুন যেমন নেই তেমনি পেরেন্টিং শিখানোর কেহ নেই। বিয়ে উপযুক্তদের বিয়ে দেয়ার জন্যে যেমন সামাজিক দায়বদ্ধতা কমে গেছে ঠিক তেমনি বেড়েছে বিয়ে বর্হিভূত যৌনতা। দাম্পত্য শুরুর পূর্বে যেমন দাম্পত্য কাউন্সিলিং নেই ঠিক তেমনি শহরের পরিবারগুলো পারস্পরিক বন্ডিং বিমূখীতা কাজ করছে। যার কারনে ফ্যামিলি ভায়োলেন্স বেড়েছে। সামাজিকীকরনহীন মাধ্যমে মূল্যবোধ ও প্রথা রক্ষা কষ্টকর হয়ে পড়েছে। নীতিমালা নেই এমন মিডিয়ার প্রভাবে ঘরগুলো অরক্ষিত। মোবাইল/নেট কেড়ে নিচ্ছে পারিবারিক স্থিতিশীলতা। ইসলামী দলগুলোর যৌন অবদমনের ফলে বেড়েছে নিরানন্দতা ও বিকৃতি। আর উদার যৌনতায় পারিবারিক স্থিতিশীলতা থ্রেডে। আগামীর সামাজিক স্থিতিশীলতাও বিপন্ন। অরক্ষিত পরিবার সমাজ মানেই অরক্ষিত বাংলাদেশ ও আমাদের সভ্যতা।
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একশত বছরের বেশি আগে রবিন্দ্রনাথ লিখেছিলেন যে আমাদের দেশের পরিবারের বয়োজোষ্ঠরা ছোটদের প্রতি ক্রিতদাসের ন্যায় আচরন করেন। এখনও সেই নিতি বদলায়নি। অন্যদিকে প্রতিবাদি হতে গিয়ে পরিবারের বন্ধন ভেঙ্গে ফেলছে ছোটরা।
মন্তব্য করতে লগইন করুন