নারী যৌনবস্তু নয়।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৮ জুন, ২০১৪, ০২:১৯:২৩ দুপুর

নারী যৌনবস্তু নয়। নারীরাও মানুষ। বেশিরভাগ ইসলামপন্থীর চিন্তা আবর্তিত হচ্ছে নারীকে মনের অজান্তে যৌনবস্তু মনে করে।নারী নিয়ে এদের চিন্তার একটিই বিন্দু "নারীরা যৌনবস্তু"।

এদেরকে সামারাইজ করলে দাড়াবে.....

নারী মাদরাসায় যাইওনা কারন তুমি যৌনবস্তু।

নারী মক্তবে যেওনা কারন তুমি যৌনবস্তু।

নারী বেশী পড়ালেখা করনা কারন তুমি যৌনবস্তু।

নারী চাকরীবাকরী করনা কারন তুমি যৌনবস্তু।

নারী হাত মোজা পা মোজা পড় কারন তুমি যৌনবস্তু।

নারী রংচং ভাল কাপড়চোপড় পড়না কারন তুমি যৌনবস্তু।

নারী ঘরের ভিতরেও বড় করে কথা বলনা কারন তুমি যৌনবস্তু।

নারী নাক মুখ সব ঢেকে রাখ কারন তুমি যৌনবস্তু।

নারী তুমি মাসজিদে যাইওনা কারন তুমি যৌনবস্তু।

নারী ঘরের দরজা জানালা খোলনা কারন তুমি যৌনবস্তু।

হে নারী লম্বা মাপের এক পোষাকই পড়বা কারন তুমি যৌনবস্তু।

নারী নড়াচড়া করনা আমার আতেঁ ঘা লাগে তো কারন তুমি যৌনবস্তু।

ঐই ভগিনী চিৎকার করে পৃথিবীকে বল আমি যৌনবস্তু নই। আমি মানুষ।স্মরন কর স্রষ্টারবানী "ইন্নি জায়িলুন ফিল আরদি খলিফা"। বল আমরাও খলিফা।

বিষয়: বিবিধ

১৫৫৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232305
০৮ জুন ২০১৪ দুপুর ০২:২২
চোথাবাজ লিখেছেন : বিয়া করছেননি ভায়া? Thinking Thinking
০৮ জুন ২০১৪ দুপুর ০২:২৭
179000
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমনে করছেননি।? না কইরলে দাওয়াত দিয়েন। কইরলে শালি কয়টা? :D
০৮ জুন ২০১৪ দুপুর ০২:২৯
179002
চোথাবাজ লিখেছেন : বিয়া না করেন, কিভাবে বুঝবেন নারি কি বস্তু?Frustrated Frustrated
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৩৩
179006
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমার কুয়িশ্চান এর উত্তর কই? বিয়ে শাদি না করে কবিরা প্রেমের কবিতা লেখে কেমনে?
232328
০৮ জুন ২০১৪ দুপুর ০২:৪৪
চোরাবালি লিখেছেন : পুরুষ মানুষ কি তা হলে মেশিনের সাথে যৌনকর্ম করবে নাকি? মানুষ তো মানুষের সাথেই করবে আর সেটি হল মেয়ে মানুষ।

মানুষ = পুরুষ + নারী

ইসলামপন্থীরা রাস্তায় বের বিভিন্ন নিয়ম দিয়েছেন রাক্ষার্থে আর অন্যেরা বিভিন্ন ভাবে উষ্কে দিচ্ছে ভোগার্থে

পার্থক্য স্রেফ এটুকুই।

০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
179153
লোকমান বিন ইউসুপ লিখেছেন : সহনশীল দৃষ্টিভঙ্গী নারীদের ইসলামাইজ করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
232361
০৮ জুন ২০১৪ দুপুর ০৩:৪১
ছিঁচকে চোর লিখেছেন : যে যেমন করে ভাবে। সবার ভাবনা একই হবে এটা ভাবা ঠিক না।
232392
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নারি সংক্রান্ত পোষ্টে আর কোনদিন কোন মন্তব্য করিবনা।
232406
০৮ জুন ২০১৪ বিকাল ০৫:০১
আহমাদ আল সাবা লিখেছেন : Bhai, nari niye aponi post na dilei valo hoi...Islam somporke o nari somporke mone hoi na kichu janen....ja deskhen tai diye Islam mapar cheshta koren...vul kar? Aponar experience diye Islam mapar, Islam na Janar naki Islamer dosh...?... Just shut up ur Faltu Criticism without knowing Islam from Islamic Sources...How Many from Islamic Scholars have you read Books on Women?
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
179151
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমি ইসলামপন্থীদের কথা বলেছি। ইসলামের কথা বলিনি।

আর ফোর্স করবেননা। ফোর্স করা ইসলামিস্টদের সাথে ভাল ব্যবহার করার স্বভাব আমার মধ্যে নেই। আপনি কি ঈমানে বিল গায়েবের মধ্যে জানলেন যে আমি কিছু জানিনা।
//Faltu Criticism.//

হোয়াট এ বেয়াদবী টাইপ শব্দ??????????????????????
232482
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
আহমাদ আল সাবা লিখেছেন : Fultu Criticism bolchi karon aponar Post er sathe onek criticism e Islamic Reference and Islamic Scholarly writings er sathe to jabeina...ulta tader o Islamer biruddhe jai...Aponar onek post e nari niye...Nari niye eto chulkani thakle age pore asen...just nijer experience diye Islamists and Islamer criticism korte asen keno?....Nijer vul ache ei Ego mante kosto hoi?!....Islam and Women niye aponar je Scholarly pora nai tato post dekhei bujha jai...tai bolechi Just Shut up...Nari Niye eto Alergy thakle age poren...nijer Faltu Experience na diye Islamic Rich Resources dekhen age....
০৮ জুন ২০১৪ রাত ০৯:০৭
179197
লোকমান বিন ইউসুপ লিখেছেন : স্কলার দের সার্টিফিকেট কি আপনি দিছিলেন ? নাকি বিশ্বে কোন স্বীকৃত কোন প্রতিষ্ঠান আছে যেখানে স্কলার সার্টিফিকেট বিক্রি হয়? কোন ক্রাইটারিয়ায় তারা স্কলার? ইসলামের সাথে কোথায় কন্ট্রাডিক্টশান তা বলার রাইট আপনার আছে। কিন্তু স্কলার মার্কেটিং করার জন্যে আমি লিখিনা। স্কলার প্রপেট না। স্কলাররে ধৌত করে বোতল ভরার ট্রাই করি। মোটেও অনেক পোস্ট নারী নিয়ে না। ব্লগে আসছেন ৬ মাস। আমার অতীতের সব পোস্ট কি দেখেছেন? গুগল সার্চ মারেন। আর নারীরা কোন অচ্ছুৎ কিছু না যে তাদের নিয়ে লেখা যাবেনা। অবশ্যই নিজের একাসপেরিয়েন্স দিয়েই ইসলামিস্টদের সমালোচনা করব। নাকি আপনার থেকে ধারাপাত মুখস্থ করে করব। ইনষ্টল করা সফ্টওয়ার দিয়ে চিন্তা করা থেকে বের হয়ে মানুষের সমস্যা নিয়ে চিন্তা করুন।

ভুল করলেই তো মানব। লেখার যুক্তি খন্ডন না করে রাসকেল স্টাইলে মন্তব্য করে যাচ্ছেন। আর কোন মুখে ইসলামিস্ট দাবী করেন? আমার পড়া আছে না আছে আমার ব্যাপার । আপনার কাজ হল লেখার যুক্তি খন্ডন করা। নারী নিয়ে আপনাগো এলার্জি আছে । আমার নাই।

আমি আমারটা লিখব। ঐইসব স্কলার স্কুটার ধারধারিনা। আপনি বিশদ পড়ালেখা কইরা আপনি লেখেন। আর বেয়াদবী টাইপ শব্দ ইউজ করবেননা। বেয়াদবীর উত্তর ভাল দিয়ে দেয়ার স্বভাব নাই। কুরআনের বাইরে কিছু মানতে ইচ্ছুক নই।
232592
০৮ জুন ২০১৪ রাত ১১:২৩
ফখরুল লিখেছেন : পর্দার বেপারে আল্লাহ কোরান কি বলে? নারীদের ব্যাপারে নির্দেশ হচ্ছে, ‘ (হে! রাসূল সাHappy আপনি ঈমাদার নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহ হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে তাদের শরীরের যে অংশ এমনিই খোলা থাকে তার কথা আলাদা, তারা যেন তাদের বদেশ তাদের মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে, তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, ছেলে, স্বামীর আগের ঘরের ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তাদের সাথে মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা বা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছু (যৌন) কামনা করার নেই কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না, এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, চলার সময় জমিনের ওপর তারা যেন এমনভাবে নিজেদের পা না রাখে, যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা তাদের পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়’ (সূরা আন নূর : ৩১)।
232619
০৯ জুন ২০১৪ রাত ০১:১৮
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন :


নারীকে ইসলাম্পন্থীরা যৌনবস্তু ভাবছে নাকি সেকুলাররা নারীকে যৌনবস্তু ভাবছে তা লাক্স চ্যানেল আই এর সুন্দরী প্রতিযোগিতার স্লোগান থেকে খুব ভাল ভাবেই বুঝা যাচ্ছে। স্লোগানটি হলো "দেখাও তোমার রূপের ঝলক"
নারীর পথ আগলে যদি বলা হয়ে দেখাও তোমার রূপের ঝলক তাহলে সেটা কি যৌনবস্তুটি খুলে দেখতেই বলে হচ্ছে না?
দোষটা ইসলামপন্থীদেরকে দিয়ে লাভ কি?
০৯ জুন ২০১৪ সকাল ০৯:২৬
179345
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ওরা কুকুরী আর বিড়ালী মনে করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File