নারী যৌনবস্তু নয়।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৮ জুন, ২০১৪, ০২:১৯:২৩ দুপুর
নারী যৌনবস্তু নয়। নারীরাও মানুষ। বেশিরভাগ ইসলামপন্থীর চিন্তা আবর্তিত হচ্ছে নারীকে মনের অজান্তে যৌনবস্তু মনে করে।নারী নিয়ে এদের চিন্তার একটিই বিন্দু "নারীরা যৌনবস্তু"।
এদেরকে সামারাইজ করলে দাড়াবে.....
নারী মাদরাসায় যাইওনা কারন তুমি যৌনবস্তু।
নারী মক্তবে যেওনা কারন তুমি যৌনবস্তু।
নারী বেশী পড়ালেখা করনা কারন তুমি যৌনবস্তু।
নারী চাকরীবাকরী করনা কারন তুমি যৌনবস্তু।
নারী হাত মোজা পা মোজা পড় কারন তুমি যৌনবস্তু।
নারী রংচং ভাল কাপড়চোপড় পড়না কারন তুমি যৌনবস্তু।
নারী ঘরের ভিতরেও বড় করে কথা বলনা কারন তুমি যৌনবস্তু।
নারী নাক মুখ সব ঢেকে রাখ কারন তুমি যৌনবস্তু।
নারী তুমি মাসজিদে যাইওনা কারন তুমি যৌনবস্তু।
নারী ঘরের দরজা জানালা খোলনা কারন তুমি যৌনবস্তু।
হে নারী লম্বা মাপের এক পোষাকই পড়বা কারন তুমি যৌনবস্তু।
নারী নড়াচড়া করনা আমার আতেঁ ঘা লাগে তো কারন তুমি যৌনবস্তু।
ঐই ভগিনী চিৎকার করে পৃথিবীকে বল আমি যৌনবস্তু নই। আমি মানুষ।স্মরন কর স্রষ্টারবানী "ইন্নি জায়িলুন ফিল আরদি খলিফা"। বল আমরাও খলিফা।
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ = পুরুষ + নারী
ইসলামপন্থীরা রাস্তায় বের বিভিন্ন নিয়ম দিয়েছেন রাক্ষার্থে আর অন্যেরা বিভিন্ন ভাবে উষ্কে দিচ্ছে ভোগার্থে
পার্থক্য স্রেফ এটুকুই।
আর ফোর্স করবেননা। ফোর্স করা ইসলামিস্টদের সাথে ভাল ব্যবহার করার স্বভাব আমার মধ্যে নেই। আপনি কি ঈমানে বিল গায়েবের মধ্যে জানলেন যে আমি কিছু জানিনা।
//Faltu Criticism.//
হোয়াট এ বেয়াদবী টাইপ শব্দ??????????????????????
ভুল করলেই তো মানব। লেখার যুক্তি খন্ডন না করে রাসকেল স্টাইলে মন্তব্য করে যাচ্ছেন। আর কোন মুখে ইসলামিস্ট দাবী করেন? আমার পড়া আছে না আছে আমার ব্যাপার । আপনার কাজ হল লেখার যুক্তি খন্ডন করা। নারী নিয়ে আপনাগো এলার্জি আছে । আমার নাই।
আমি আমারটা লিখব। ঐইসব স্কলার স্কুটার ধারধারিনা। আপনি বিশদ পড়ালেখা কইরা আপনি লেখেন। আর বেয়াদবী টাইপ শব্দ ইউজ করবেননা। বেয়াদবীর উত্তর ভাল দিয়ে দেয়ার স্বভাব নাই। কুরআনের বাইরে কিছু মানতে ইচ্ছুক নই।
নারীকে ইসলাম্পন্থীরা যৌনবস্তু ভাবছে নাকি সেকুলাররা নারীকে যৌনবস্তু ভাবছে তা লাক্স চ্যানেল আই এর সুন্দরী প্রতিযোগিতার স্লোগান থেকে খুব ভাল ভাবেই বুঝা যাচ্ছে। স্লোগানটি হলো "দেখাও তোমার রূপের ঝলক"
নারীর পথ আগলে যদি বলা হয়ে দেখাও তোমার রূপের ঝলক তাহলে সেটা কি যৌনবস্তুটি খুলে দেখতেই বলে হচ্ছে না?
দোষটা ইসলামপন্থীদেরকে দিয়ে লাভ কি?
মন্তব্য করতে লগইন করুন