বিপ্লবীদের হাতের কাজ জানা থাকা ভাল।হালাল কোন কর্মই অসম্মানজনক নয়।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০৩:৫৪ দুপুর

বিপ্লবীদের হাতের কাজ জানা থাকা ভাল। ধরুন ড্রাইভিং,এলএমএফ ডাক্তারী কোর্স, বিউটি পার্লার, কুকিং(প্রফেশনাল রান্না), টেইলারিং, এমব্রয়ডারী, ফটোশপ, অটোক্যাড, গ্রাফিক্স, হোমিওপ্যাথ, প্রিন্টিং, বিভিন্ন টাইপ ব্যবসা, প্রোডাকশান রিলেটেড শিল্পকারখানার কাজ , অনুবাদ, লেখালেখি, আউটসোর্চিং,ফ্রিল্যান্স সাংবাদিকতা, টাইপিং,। এতে খারাপ পরিস্থিতি মোকাবেলা সহজ। চাকরী করা নয় মানুষকে চাকরী দিন।

হালাল কোন কর্মই অসম্মানজনক নয়।

টাইপিং, হার্ডওয়ার(এ+ সার্টিফিকেশান) শিখা যেতে পারে। কারো কারো জন্যে সার্ভেয়ার(আমিনশীপ), ডিজিটাল ব্যানার ডিজাইনিং,ইন্টেরিয়র ডিজাইনিং, ফ্যাশান ডিজাইনিং, আকিঁবুকি, আর্ট, ইলেকট্রিক কাজ, কাঠ ব্যবসা, রাজমিস্ত্রী কাঠমিস্ত্রীর কাজ করানো সহ নানা কাজ করা যেতে পারে। মিনারেল ওয়াটার বিজনেস, সাবান ...জুতা ফ্যাক্টরী, গরুর চামড়া ব্যবসা, নিটিং স্পিনিং ফ্যাক্টরীও করা যেতে পারে। আইন ব্যবসার অনেক সহযোগী কাজ আছে যা করা যেতে পারে। প্রকাশনা শিল্পের সাথে জড়িত হতে পারেন(প্রকাশনার অনেক ধাপ ও কাজ)। ডোমেইন এবং হোস্টিংয়ের ব্যবসাও করতে পারেন।

বিষয়: বিবিধ

১৫৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178438
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
178490
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
অনুরণন লিখেছেন : বিশেষত, দেশের বাইরে আসতে চাইলে ড্রাইভিং শিখে, লাইনসেন্স নিয়ে আসাটা জরুরী।
এছাড়াও অন্যান্য স্কিল থাকলে রেস্টুরেন্টে অমানবিক পরিশ্রম থেকে রক্ষা পাওয়া যায়।

আরেকটু বিস্তারিত লিখতে পারেন। যেমন এ+ সার্টিফিকেশন কিভাবে করা যেতে পারে, বিভিন্ন ট্রেডের মানসম্মত ট্রেইনিং কোথায় হয় এইসব আরকি। মানুষ আরও উপকৃত হতো।

সব লেখার সাথে একমত হইনা, কিন্তু আপনার ইনফাইনাইট এনার্জি আর দ্বিধাহীন লেখালেখি দেখে ভালো লাগে। Applause
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
131617
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আপনাকে গবেষনা টাইপ কাজের জন্যে খুজছি। দেখা সাক্ষাৎ না হলে কেমনে কি...
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৩
131733
অনুরণন লিখেছেন : আপনার দেয়া ইমেইল এড্ড্রেসে ইমেইল করেছিলামতো। মেইলে যোগাযোগ আমার জন্য সুবিধাজনক। আমার ইমেইল এড্ড্রেস:
178499
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজের হাতে কাজ করে সেলফ এমপ্লয়েড হওয়ার অনেক রাস্তা এখনও আছে। মাসে ত্রিশ হাজার টাকা বেতনের কর্মচারি হওয়ার থেকে মাসে দশ হাজার টাকা আয়ের স্বাধিন ব্যবসায়ি বা কর্মি হওয়া ভাল। একজন স্বাধিন ব্যাক্তি তার জিবীকা অর্জনের সাথে আন্দোলন এবং সমাজকে একজন চাকুরিজীবির থেকে বেশি সেবা দিতে পারে। আপনার বক্তব্য একটু স্পষ্ট হলে ভাল হতো।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
131618
লোকমান বিন ইউসুপ লিখেছেন : যখন যেটা চিন্তা আসে লিখে দিই...বেশী সময় পাইনা।
178500
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
পলাশ৭৫ লিখেছেন : পিলাচ
178520
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালোই বলেছেন অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File