এলাকায় জনপ্রিয়, তাই যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসি দিতে হবে

লিখেছেন লিখেছেন নয়ন খান ০২ জুন, ২০১৬, ১০:৩৩:১০ রাত



এঁদের পরিচয় লক্ষ্য করুন:

বাম থেকে মহিবুর রহমান বড় মিয়া (৭০) - হবিগঞ্জের বানিয়াচং খাগাউড়া ইউপির সাবেক চেয়ারম্যান,

তাঁর ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬৫) এবং সর্বশেষে তাঁদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক।

বড় মিয়া একসময় নেজামী ইসলামের এমএনএ মানে পার্লামেন্টারিয়ান ছিলেন, তারপর থেকে ইউপি চেয়ারম্যান উনার ছোট ভাইয়ের আগ পর্যন্ত। তাই বড় মিয়ার শাস্তি মৃত্যুদন্ড। পরের দুইজনের শাস্তি আমৃত্যু কারাদন্ড।

ক্যাংগারু কোর্টের দেয়া এই রায়। এটা বদলানোর সাধ্য কারও নাই। যে যত বড় আল্লাহ ভীরু, এই দেশে তাঁর তত বড় শাস্তি। নেজামে ইসলাম পার্টির অস্তিত্বই এখন খুঁজে পাওয়া ভার, সো এখন কেউ কিছু বলছেও না। সত্তর বছরের এই বৃদ্ধের হয়তো ফাঁসিতে ঝুলতে হবে আর কিছুদিন পরেই।

আমি এঁদের কাউকেই চিনি না। আগে কোথাও তাঁদের নাম যে পড়েছি এমনও না। কিন্তু এটা আন্দাজ করতে পারি, কি রকম জনপ্রিয়তা থাকলে একটা ফ্যামিলি থেকে এমপি, চেয়ারম্যান বছরের পর বছর নির্বাচিত হতে পারে? খুন, ধর্ষণের মত আকাম-কুকাম করলে কেউ কি এরকম হতে পারেন? এটা পাগলেও বিশ্বাস করবে না!

আসলে আওয়ামী লীগের এজেন্ডা ভিন্ন। সমস্ত জনপ্রিয় নেতাদের সমূলে উতপাটন করা। একসময় 'ভাল' আওয়ামী লীগের দিকেও ধেয়ে আসবে। ইন্ডিয়ার করদ রাজ্যের জন্য এটা যে অত্যন্ত জরুরী। স্বৈরশাসকদের ইতিহাস এটাই বলে। কোন পপুলার নেতা এমনকি তার নিজের দলেরও ছাড় পায় না।

নিউজ সূত্র

বিষয়: বিবিধ

২৫০৯৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370847
০২ জুন ২০১৬ রাত ১১:১১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।
ঠিক বলেছেন। সহমত।
০৩ জুন ২০১৬ রাত ০১:৫৪
307726
নয়ন খান লিখেছেন : মা'আসসালামা। শোকরান কমেন্টের জন্য।
370849
০২ জুন ২০১৬ রাত ১১:২৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
০৩ জুন ২০১৬ রাত ০১:৫৫
307727
নয়ন খান লিখেছেন : মা'আসসালামা। শোকরান কমেন্টের জন্য।
370859
০৩ জুন ২০১৬ রাত ০১:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. যথার্থ বলেছেন, সহমত
০৩ জুন ২০১৬ রাত ০১:৫৫
307728
নয়ন খান লিখেছেন : মা'আসসালামা। শোকরান কমেন্টের জন্য।
370876
০৩ জুন ২০১৬ সকাল ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : আল্লাহ ওয়ালা হওয়া এ দেশে অপরাধ যা হিন্দু দেশ ভারতে অপরাধ নয়। ায়রে চেতনা হায়রে নিয়তি।
০৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
307768
নয়ন খান লিখেছেন : চেতনার ফেরীওয়ালা দেশ বিক্রীর মিশনে নেমেছে এবং সফলভাবে এগিয়েও যাচ্ছেও। জনতা চুপ!
370881
০৩ জুন ২০১৬ সকাল ০৮:৩১
awlad লিখেছেন : Indian main target Jamayat leadership . reason why they killing others to show world that they are fare. It's a intelligence war going on against Islam not only Bangladesh all around the world.
০৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
307769
নয়ন খান লিখেছেন : Bangladesh is becoming an important land to implement their ill conspiracy!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File