দুই খবীস। চেহারায় কি অদ্ভূত মিল!
লিখেছেন লিখেছেন নয়ন খান ২৯ জুন, ২০১৫, ০৮:০৮:৪১ রাত
একজনের নাম হিশাম বারাকাত, মিশরের অবৈধ সরকারের আ্যটর্নী। অন্যজনের নাম মাহবুবে আলম, বাংলাদেশের অবৈধ সরকারের আ্যটর্নী।
দুইজনই সারা দুনিয়ায় খবীস নামে পরিচিত। বড় বড় হিউম্যান রাইটস সংগঠনসমূহ এবং আইন কানুন নিয়ে যারা রিসার্স করে তারা এই দুইজনকে 'কসাই' নামে চেনে। কিভাবে জ্যান্ত সত্যকে এরা দিনে দুপুরে মিথ্যার মালা সাজিয়ে দলদাস সিনহাদের দিয়ে প্রতিপক্ষদের ফাঁসি দিচ্ছে এই দুইজনই তার প্রকৃষ্ট উদাহরণ।
দুনিয়াতে এদের নাম সর্বনিকৃষ্টদের তালিকায় লেখা থাকবে আজীবন।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, এদের চেহারায়ও কি অদ্ভূত মিল!
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন