টিকেট কিনেছে মায়া, মখা আলমগীর, শফিক, আশরাফ,মুহিত
লিখেছেন লিখেছেন নয়ন খান ০২ মার্চ, ২০১৩, ১১:৫২:৪৯ রাত
পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একজন এনএসএফ অফিসারের বরাত দিয়ে তথ্য হ্ল উপরের নরাধমগুলো পালানোর প্রস্ততি সম্পন্ন করেছে।
আম্লীগের ঢাকা মহানগর সভাপতি মোফাজ্জল হোসেন মায়া ইতিমধ্যে একটা ফ্লাট ভাড়া করেছে কুয়ালালামপুরে। মেয়েকেও পাঠিয়েছে গত পরশু।
চালিয়ে যাও আন্দোলন বাংলার দামাল সন্তানেরা। এ যুগের নয়, শতাব্দীর বীর সেনানীরা।
খালেদা জিয়া আবার আপোষহীন হউন। হাসিনা পালিয়ে যাবে। হাসিনার সারা জীবনের ইতিহাসই হল ভীতুর ইতিহাস। বড় বড় কোন আন্দোলনের সময়ই হাসিনা দেশে থাকেনি। বিভিন্ন অজুহাতে দেশ থেকে পালিয়েছিল। এবারো পালাবে।
এয়ারপোর্টে নজর রাখো, হে সূর্য সন্তানেরা!
পড়ুন আগের লেখা:
হানিফের পরিবার কানাডায় পালিয়েছে
বিষয়: বিবিধ
৩২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন