"অর্ধেক মানবী, অর্ধেক শিয়াল" তো বাংলাদেশে, পাকিস্তানে গেল কেমনে?

লিখেছেন লিখেছেন নয়ন খান ২৬ জুন, ২০১৪, ০১:৫৭:৩০ রাত



আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে উপস্থিত এক সাংবাদিকের সাথে কথা হল কিছুদিন আগে। উনি বললেন, ধূর্ত এই মানবী বলেছেন, "আমি আর কত কাজ করব? তিন, তিনটা দল আমাকে চালাতে হয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি!"

আমি মনে মনে বল্লাম ঠিকই তুমি বলেছো! তোমাদেরকে আল্লাহ শক্তিও দেন, লাগাম ঢিল দেন। দুনিয়ার অসুখ তোমার। তারপরও এত জোর?

যত ইচ্ছা শয়তানী কর! তারপর কি হবে? একশো বছর আয়ু চাও, নাও। তারপর?

ভাবলাম অর্ধেক মানবী, অর্ধেক শেয়াল! পাকিস্তানের চিড়িয়াখানায় কেন, এটা তো বাংলাদেশে থাকার কথা? নাকি সারা দেশই অর্ধেক মানুষ আর অর্ধেক শিয়াল দিয়ে ভর্তি হয়ে গেছে? যার কারণে পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন?

তুমি পশুর মত আচরণ কর,

না, না তুমি পশুর চেয়েও অধম।

এক হিংস্র প্রাণী তো একজনকে মেরেই সন্তুষ্ট থাকে,

পেট ভরে গেলে আর কাউকে নাড়ে না।

আর তুমি?

হাজার হাজার মানুষ মেরে রক্তাক্ত করে বল, ওরা গায়ে রঙ মেখে শুয়েছিল!

টিটকারী তোমার নিত্যদিনের সাথী।

কা'বার রবের কসম!

ইতিহাসের পাতা উল্টানোর দিন খুব বেশী দূরে নয়, তোমার জিহ্বা নড়বে না।

তোমার হাত, পা, চামড়া তোমার বিরুদ্ধে দাঁড়াবে

লাখো মানুষ সাক্ষী দিবে তোমার শয়তানীর।

নির্যাতিত আমার ভাই-বোনরা তোমাকে শুষে নিবে

তুমি নিক্ষিপ্ত হবে জালিমদের সাথে

ইতিহাসের আস্তাকুঁড়ে, অতল গহ্বরে।

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238995
২৬ জুন ২০১৪ রাত ০৩:৫৬
সুশীল লিখেছেন : মাইনাস
২৬ জুন ২০১৪ রাত ১০:৫২
185675
নয়ন খান লিখেছেন : সুশীল আজ কূশীলে রুপান্তরিত হয়েছে।
239034
২৬ জুন ২০১৪ সকাল ১১:২০
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
অর্ধেক হলে তো ভাল হতো এরা পুরাটাই ;;;;
২৬ জুন ২০১৪ রাত ০৯:১৯
185656
নয়ন খান লিখেছেন : ঠিক বলেছেন।
239043
২৬ জুন ২০১৪ সকাল ১১:৩৫
হতভাগা লিখেছেন : এই গান আর চলে না । মানুষও খায় না ।

২৬ জুন ২০১৪ রাত ০৯:১৯
185658
নয়ন খান লিখেছেন : কারণ সব মানুষ আজ হতভাগা!
২৬ জুন ২০১৪ রাত ০৯:৫৭
185664
হতভাগা লিখেছেন : নারে ভাই , যারা বাজায় তারা হতভাগা । কারণ মানুষ এখন এদের গানে মজা পায় না ।
239099
২৬ জুন ২০১৪ দুপুর ০২:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন : তাইতো ! সে ওখানে গেলো কিভাবে ?
২৬ জুন ২০১৪ রাত ০৯:১৯
185659
নয়ন খান লিখেছেন : সেটাই তো বোঝার চেষ্টা করছি।
239118
২৬ জুন ২০১৪ দুপুর ০৩:৪৩
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ
২৬ জুন ২০১৪ রাত ০৯:২০
185660
নয়ন খান লিখেছেন : আপনাকেও।
271651
০৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৩
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : নয়ন খান, 'নয়ন খান'ই। Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File