সেদিন তোমার মুখ বন্ধ করে দেয়া হবে, চামড়া কথা বলবে..

লিখেছেন লিখেছেন নয়ন খান ০৪ এপ্রিল, ২০১৪, ০৩:২১:৫৯ রাত



তোমার চেহারার কৃতিত্ব তোমার না, সেটা আল্লাহর দান। ভুলেই গেছো।আল্লাহর দেয়া চেহারার সুযোগকে অপব্যবহার করছ। ঠান্ডা মাথায় মানুষ মেরে বড় বড় কথা বলছ।

সেদিন তোমার মুখ বন্ধ করে দেয়া, তোমার হাত, তোমার চামড়া কথা বলবে। সাক্ষী দিবে তোমার সব অপকর্মের, পুলিশ, সিআইডি আর তোমার বিশেষ বাহিনী তোমার কোন কাজেই আসবে না। হুংকার ছেড়ে বিশ্ব পালনকর্তা ডাক দিবেন তোমার বাহিনীকে আনতে। তখন তুমি কিছুই উত্তর দিতে পারবা না।

আর যাদেরকে গুম করেছ, নির্যাতন করেছ, হত্যা করেছ তারা উঁচু আসনে ঠেস হেলান দিয়ে বসে তোমাকে প্রশ্ন করবে, তোমার অপকর্মের কারণ জানতে চাইবে, উল্টা টিটকারী করবে।

কি দিবে উত্তর হে ইতরের অনুসারী, কূলাংগার?

বিষয়: রাজনীতি

১৩৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202368
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৬
সাদাচোখে লিখেছেন : ঠান্ডা মাথার একজন খুনী ও বাংলা-মাফিয়ার মানবীয় মুখচ্ছবি।
আল্লাহ এদের জন্য এ পৃথিবীতে কিছু লাঞ্চনা রেখেছেন - যাতে অন্যরা শিক্ষা নেন।
০৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
152031
নয়ন খান লিখেছেন : ঠিক বলেছেন, মাফিয়ার মানবীয় মুখচ্ছবি।
202373
০৪ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
152032
নয়ন খান লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
202381
০৪ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৫৬
বিভীষিকা লিখেছেন : অনেক ধন্যবাদ
০৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
152033
নয়ন খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
202636
০৫ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৮
আল সাঈদ লিখেছেন : নিজেকে অপরাধী মনে হয়ে যখন না বুজে ওর ফ্যান ছিলাম। আল্লাহ ক্ষমা করুন।
২২ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৬
159882
নয়ন খান লিখেছেন : আল্লাহ আপনাকে মাফ করুন।
203891
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৫
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
২২ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৬
159883
নয়ন খান লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File