সেদিন তোমার মুখ বন্ধ করে দেয়া হবে, চামড়া কথা বলবে..
লিখেছেন লিখেছেন নয়ন খান ০৪ এপ্রিল, ২০১৪, ০৩:২১:৫৯ রাত
তোমার চেহারার কৃতিত্ব তোমার না, সেটা আল্লাহর দান। ভুলেই গেছো।আল্লাহর দেয়া চেহারার সুযোগকে অপব্যবহার করছ। ঠান্ডা মাথায় মানুষ মেরে বড় বড় কথা বলছ।
সেদিন তোমার মুখ বন্ধ করে দেয়া, তোমার হাত, তোমার চামড়া কথা বলবে। সাক্ষী দিবে তোমার সব অপকর্মের, পুলিশ, সিআইডি আর তোমার বিশেষ বাহিনী তোমার কোন কাজেই আসবে না। হুংকার ছেড়ে বিশ্ব পালনকর্তা ডাক দিবেন তোমার বাহিনীকে আনতে। তখন তুমি কিছুই উত্তর দিতে পারবা না।
আর যাদেরকে গুম করেছ, নির্যাতন করেছ, হত্যা করেছ তারা উঁচু আসনে ঠেস হেলান দিয়ে বসে তোমাকে প্রশ্ন করবে, তোমার অপকর্মের কারণ জানতে চাইবে, উল্টা টিটকারী করবে।
কি দিবে উত্তর হে ইতরের অনুসারী, কূলাংগার?
বিষয়: রাজনীতি
১৩৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ এদের জন্য এ পৃথিবীতে কিছু লাঞ্চনা রেখেছেন - যাতে অন্যরা শিক্ষা নেন।
মন্তব্য করতে লগইন করুন