কেন এত অবিচার? এই বুড়ো মানুষটিকে দাঁড়ি ধরে মারছো কেন তোমরা?
লিখেছেন লিখেছেন নয়ন খান ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪২:৪৩ রাত
নয়াদিগন্তের প্রেস ম্যানেজার মোশাররফকে পুলিশ আর ছাত্রলীগ মারছে দাঁড়ি ধরে। কি ভয়ংকর! মাইনরিটি ইসলাম ইন মুসলিম মেজরিটি বাংলাদেশ।
প্রেসে সরকারী গুন্ডাদের দেয়া আগুন নিভানোই তার কাল হয়ে দাঁড়ালো। জানোয়ারদের না ধরে ভাল মানুষদের উপর অত্যাচার!
তুমি কি মনে করো তুমি ফিরআউনের চেয়েও বড় হয়ে গেছো?
ধর্ম পালনের সাংবিধানিক অধিকার তোমরা কেড়ে নিচ্ছো। ৯০% মুসলমানের দেশে দাঁড়ি-টুপি আজকে ব্যংগ-বিদ্রুপ, তামাশা!
আল্লাহর রাসুলকে যখন কাফের-মুশরিকরা ঘেরাও করে ফেলেছিল হত্যা করার উন্মাদনায়, দুনিয়ার সব দুয়ার যখন তাঁর জন্য বন্ধ হয়ে গিয়েছিল তখনো কিন্তু আল্লাহ তাঁকে এমন পথ দেখিয়েছিলেন যা দেখে তাঁর চক্ষু শীতল হয়ে গিয়েছিল।
শয়তানরা জেনে নাও তোমাদের একটু সময় দেয়া হচ্ছে। এটাই আল্লাহর সুন্নত। খুব শীঘ্রই দেখবা তোমাদের করুন পরিণতি ইনশাল্লাহ। আমরা সেই একই আল্লাহর পূজা করি, উনি এই মজলুমদের অতি নিকটে। উনি এই মর্দে মুজাহিদদের জন্য পথ উন্মুক্ত করে দিবেন যা দেখে তাঁরা অবাক হয়ে বলবে, 'আল্লাহ তুমি সত্যিই অতি শ্রবণকারী, অতি দর্শনকারী।
বিষয়: রাজনীতি
১৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন