অন্য কারো ছুড়ে মারা বোমায় কারো দু'হাতের কবজি কি উড়ে যেতে পারে? হায়রে হলুদ সাংবাদিকতা?
লিখেছেন লিখেছেন হাসান ৩১ মার্চ, ২০১৩, ১১:১৪:২২ রাত
শিবিরের বোমায় কবজি উড়ে গেল পুলিশের - প্রথম আলো
সাউন্ড গ্রেনেডের পিন খুলতে গেলে পিএসআই মকবুল হোসেনের হাতে সেটি বিস্ফোরিত হয়। এতে তার দুই হাতের কবজি উড়ে যায় - মানবজমিন
কতিপয় মিডিয়া বলছে শিবিরের নিক্ষেপিত বোমায় পুলিশ কর্মতর্তার দু'হাতের কব্জি উড়ে গেছে। কিন্তু অন্য কারো ছুড়ে মারা বোমায় কারো দু'হাতের কবজি কি উড়ে যেতে পারে?
এটি যে সম্ভব নয়, তা বুঝার জন্য কি খুব বেশি বুদ্ধি বা চিন্তা-ভাবনার প্রয়োজন রয়েছে? আরও অবাক হলাম প্রথম আলোতে প্রকাশিত পাঠক মন্তব্যগুলো পড়ে। যেখানে বর্তমানে দিল্লীপন্থী হুজুগপার্টি অন্ধদের তুলনায় অনলাইনে দেশপ্রেমিক সচেতন পাঠকের সংখ্যা অন্তত ৫ গুণ বেশি, সেখানে প্রথম আলোর প্রকাশিত মন্তব্যগুলো হাস্যকর।
হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
এবার ঘটনার ভিডিওটি দেখুন
সাউন্ড গ্রেনেডের পিন খুলতে গিয়েই বিস্ফোরণে কব্জি উড়ে যায় পুলিশ কর্মকর্তার
বিষয়: বিবিধ
৬৭৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন