আসিফ মহিউদ্দিনসহ ৪ ব্লগারের ব্লগ নিষিদ্ধ
লিখেছেন লিখেছেন হাসান ২৭ মার্চ, ২০১৩, ০৩:০৪:৪৩ দুপুর
ব্লগার আসিফ মহিউদ্দিন সহ চার ব্লগারের সব ব্লগ নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে এরই মধ্যে বিভিন্ন ব্লগ সাইটের কাছে ই-মেইলে নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি। তাদের ব্লগে রাষ্ট্র বিরোধিতা ও ধর্ম বিরোধিতা রয়েছে বলে তাতে জানানো হয়েছে। আসিফ মহিউদ্দিন ডয়সে ভ্যালি বব ব্লগ প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী। গত জানুয়ারিতে তার ওপর হামলা হয়। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এরই মধ্যে ব্লগ সাইটগুলোর মালিকদের আসিফ মহিউদ্দিনের বেশ কিছু ব্লগ নিষিদ্ধ করতে বলা হয়েছে। এ ব্লগগুলো রাষ্ট্রবিরোধী ও ধর্ম বিরোধী। এ খবর দিয়েছে অনলাইন ডয়সে ভ্যালে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রথম ব্লগ ‘সামহোয়ার ইন ব্লগ’-এর প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার আমরা বিটিআরসি থেকে একটি অফিসিয়াল ই-মেইল পাই। সামহোয়ার ইন ব্লগের সাত বছরের ইতিহাসে কোন ব্লগ বন্ধ করার এটাই প্রথম কোন সরকারি আনুষ্ঠানিক নির্দেশনা। ওই ইমেইলে চার জন ব্লগারের নাম রয়েছে। আসিফ মহিউদ্দিন সহ ওই চার ব্লগারের সব ব্লগ অবিলম্বে স্থায়ীভাবে মুছে ফেলতে বলা হয়েছে।
Click this link
বিষয়: রাজনীতি
৩১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন