জামায়াত অনেক শক্তিশালী ও বড় দল, শিবির অনেক স্মার্ট- ব্যারিস্টার রফিক-উল হক
লিখেছেন লিখেছেন হাসান ২১ মার্চ, ২০১৩, ০৯:৪২:১০ রাত
জামায়াত অনেক শক্তিশালী ও বড় দল, শিবির অনেক স্মার্ট
আজ ৭১ টিভির রাত ৮ টার লাইভ টকশোতে দেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেন, জামায়াত আর হিজবুতকে সমান করে দেখলে চলবে না, জামায়াত অনেক শক্তিশালী ও বড় দল, শিবির অনেক স্মার্ট।
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সাথে উক্ত টকশোতে হিজবুত তাহীরের মত জামায়াতকে নিষিদ্ধ করা সংক্রান্ত উপস্থাপিকার প্রশ্নের জবাবে ব্যারিস্টার রফিক-উল হক একথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার পাশেই জামায়াত শিবিরের লোকেরা থাকে, তারা অনেক শক্তিশালী। বিশেষ করে শিবির অনেক স্মার্ট। তাদের ১৪ তলা বিশাল ভবন। শিবির এই ১৪ তলা ভবনে লিফট ছাড়া চলাচল করে।
পিরোজপুরে সাঈদীর জনসভায় প্রধানমন্ত্রীর চেয়ে ৫০ গুণ লোক বেশি হবে : জামায়াতের চ্যালেঞ্জ
বিষয়: বিবিধ
১৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন