ব্রেকিং নিউজ- মানিকগঞ্জের সিঙ্গাইরে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় ৫ মুসল্লি নিহত, প্রতিবাদে মানিকগঞ্জে কালও সকাল-সন্ধ্যা হরতাল

লিখেছেন লিখেছেন হাসান ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২৬:১২ দুপুর



মানিকগঞ্জের সিঙ্গাইরে হরতাল সমর্থকদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ৫ মুসল্লি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- শাহ আলম, নাছির উদ্দিন ও আলমগীর। প্রতিবাদে মানিকগঞ্জে আগামী কালও সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে সিঙ্গাইরের গোবিন্দল নতুন বাজার এলাকায় মুসল্লিরা মিছিল বের করলে পুলিশ, আওয়ামী লীগ ও যুবলীগ হামলা চালায়। এতে এক মহিলা গুলিবিদ্ধ হন। এ সংবাদ গোবিন্দল এলাকায় ছড়িয়ে পরলে এলাকাবাসী হরতাল সমর্থকদের সাথে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ ও যুবলীগকর্মীরা মিছিল লক্ষ্য করে গুলি করে। এতে তিন মুসল্লি নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষে তিন পুলিশ সদস্যও আহত হন। আওয়ামী লীগ কর্মীরা স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর করে।

গোবিন্দল নতুন বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জের সিঙ্গাইরে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় ৫ মুসল্লি নিহত

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File