নীরবতাই যার কৌশল : কখনো মুখ খোলেন না সালমান এফ রহমান

লিখেছেন লিখেছেন হাসান ২১ জুলাই, ২০১৩, ০৯:২৫:০৮ রাত



ব্যবসায়ী ও বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির মাঠে একটি আলোচিত নাম। অর্থনীতি ও রাজনীতির মাঠে বিভিন্ন সময়ে নানা কারনে এই মানুষটিকে নিয়ে বয়ে গেছে আলোচনা সমালোচনার ঝড়। ঋণখেলাপী, শেয়ারবাজারে কেলেঙ্ককারী, মিডিয়া জগত কিংবা রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তারের ঘটনায় তার নাম উঠে এসেছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। বিভিন্ন উপাধী কিংবা উপনামও পেয়েছেন সালমান এফ রহমান। আলোচিত মানবতাবিরোধী বিচারে অভিযুক্ত সালাউদ্দীন কাদের চৌধুরীর মামলায় কিংবা শেয়ারবাজারের লুটপাট বিষয়ে গঠিত তদন্ত রিপোর্টেও উঠে এসেছে তার নাম। সম্প্রতি সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মওলা রনির সাথে বিরোধকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার ঝড় বইছে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানকে নিয়ে। কিন্তু বিভিন্ন সময়ে এসব শত আলোচনা সমালোচনার জবাবে বরাবরের মতই নীরব থেকেছেন সালমান এফ রহমান। নানা ব্যবসা-বাণিজ্য ও বিষয়ের জড়িত থাকলেও কখনো নিজে মুখ খোলেননি। সমাজের আলেচিত সমালোচিত অনেকের ক্ষেত্রেই দেখা যায় তাদের অনিয়ম ও দুর্নীতি কিংবা অন্য কোনো বিষয়ে অতিকথন কিংবা বেফাঁস-অংলগ্ন বক্তব্যের মাধ্যমে জনগণের কাছে নিন্দিত হতে। বিশেষ করে বর্তমান সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ও এমপি-মন্ত্রী এক্ষেত্রে উল্লেখযোগ্য। কিন্তু নানা বিষয়ে সমালোচিত হওয়া সত্ত্বেও সর্বদা নিজে নীরব থেকেছেন সালমান এফ রহমান। নানা অভিযোগ উঠলেও সব আমলেই থেকেছেন ধরা ছোয়ার বাইরে। হয়তো নীরব থাকার কারনেই সালমান এফ রহমানের ব্যাপারে জন-আক্রোশ কখনো ভয়াহতা পায়নি। তবে এবার সরাসরি না হলেও পরোক্ষভাবে নিজের মিডিয়াকর্মীদের মাধ্যমে নিজ দলীয় এমপি রনির সমালোচনার মোকাবেলা করতে গিয়ে আবারও আলোচনায় এসেছেন সালমান এফ রহমান। অজনপ্রিয় সরকারের অনেকটাই জনপ্রিয় সংসদ সদস্য রনির মোকাবেলায় রহস্যজনক কারনে সালমান এফ রহমান অনেক মহলকেই পক্ষে পাচ্ছেন। পানি কোথায় গড়ায় তাই এখন দেখার বিষয়।

বিষয়: রাজনীতি

২৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File