"আমি দাঁড়াইয়া যামু, আপনি আমারে বসাইয়া দিবেন"
লিখেছেন লিখেছেন হাসান ৩০ জুন, ২০১৩, ০৭:২০:৩৩ সন্ধ্যা
"আমি দাঁড়াইয়া যামু, আপনি আমারে বসাইয়া দিবেন। লোক দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নাই"
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে এরশাদের সাম্প্রতিক মান-অভিমানের নিখুত নাটকের শানে নুযুল দেশবাসী অচিরেই বুঝতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আনপ্রডিক্টেবল বলে পরিচিত এরশাদের বড় কোনো সফলতার সম্ভাবনা নেই। এক সময়ের ক্ষমতা দখলকারী স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টি বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে অনেকটাই আঞ্চলিক দলে পরিণত হয়েছে। বর্তমান সরকারের নজিরবিহীন ব্যর্থতার কারনে জনসমর্থন তুঙ্গে থাকা ১৮ দলীয় জোটে গিয়ে খুব বেশি ফায়দা হাসিলের সুযোগ এরশাদের নেই। তাই দলীয় সরকারের অধীনে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদ দীর্ঘ করতে অনঢ় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে লোক দেখানো দূরত্ব তৈরির মাধ্যমে সমঝোতার প্রধান বিরোধী দল হওয়ার নীল নকশায় এগোচ্ছে এরশাদ। তাই আওয়ামী লীগের সাথে এরশাদের সাম্প্রতিক আচরণ ক্ষমতা কুক্ষিগত রাখতে জনগণকে আইওয়াশ মাত্র। তবে আ'লীগ গণবিস্ফোরণের মুখে দলীয় সরকারের অধীনে ক্ষমতার মেয়াদ বাড়াতে ব্যর্থ হলে উচ্চ আদালতে সাঈদীর রায় অথবা অন্যকে ইস্যু সামনে এনে অন্য কোনো শক্তিকে ক্ষমতায় আসার ব্যবস্থা করতে পারে।
বিষয়: রাজনীতি
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন