মজার খবরঃ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তালা।

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ০৭ মার্চ, ২০১৩, ১১:৪৩:০৩ সকাল

বিএনপি নেতারা বলছেন পুলিশ নাকি তাদের অফিসে ভেতরে রেখে তালা মেরে দিয়েছে। আবার পুলিশ বলছে বিএনপি নেতারা অফিসের ভেতরে ঢুকে ভয়ে তালা লাগিয়ে দিয়েছেন।

এখানে পুলিশ বা বিএনপি নেতা যাদের কথাই সত্য হোক, একটা বিষয় পরিষ্কার যে, বিএনপি নেতারা অফিসের ভেতরে আছেন।

আমার কথা হলো খালেদা জিয়া কি হরতাল ডেকে তাদেরকে অফিসে বসতে বলেছেন নাকি মাঠে থাকতে বলেছেন?

প্রতিটি হরতালে বিএনপি একই কাজ করে। হরতাল ডেকে নেতারা অফিসের সামনে বসে থাকেন আর স্লোগান দেন। তো পুলিশেরও কোনো কাজ থাকেনা, তারা ঐ অফিসটা ঘিরে রাখেন। একটু পর পর সাংবাদিক দেখলেই পোজ দেয়ার জন্য তাদের চেহারাটা বের করে দেন। বড়োই দুঃখের বিষয় যে তারা তখন সাংবাদিকদের কাঁদতে কাঁদতে বলেন ' দেখুনতো আমাদেরকে পুলিশ ঘিরে রেখেছে"।

আরে বেটা পুলিশ কি তোদেরকে বের হয়ে পিকেটিং করতে বলবে? নাকি তোরা বের হবি? তোরা কেনো অফিসে আসিস? আজ তো অফিস আদালত বন্ধ। তোরা অফিসে কেনো? আমার শুধু ঐসব নেতাদের পাছায় একেকটা লাথি দিয়ে জিঞ্জাসা করতে ইচ্ছা হয়, নেতার বাচ্চা নেতা, তোকে হরতালের দিনে অফিসে আসতে কে বলেছে? তুইতো রাস্তায় থাকবি, অফিসে কেনো?

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File