আহারে বড়ো গোলাম! তোমার সবশেষ স্মৃতি।
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ২৪ অক্টোবর, ২০১৪, ০৯:৫১:৪২ সকাল
আমি দোকান দার মানুষ। সারাদিন যায় দোকানদারি করে। আজও এর ব্যতিক্রম ছিলনা।
বেলা তখন প্রায় তিনটা। দুপুরের খাবার খেতে বাসায় যাবো। এমন সময় দোকানে এলেন আমাদের মাওলানা নিসার ভাই। সালাম বিনিময়ের পরই বললেন, খবর নিশ্চয়ই পেয়েছেন? বললাম কিসের খবর? বললেন আজম সাহেব নাই। একটু আগেই খবরটা পেলাম।
অন্যন্য দিন একটু সুযোগ পেলেই বিডিটূডে বা ফেসবুকে ঢু মারি কিন্তু আজ সেই সুযোগও পাইনি তাই খবরটা জানা হয়নি। ইন্না লিল্লাহ পড়ে ভারাক্রান্ত মনটা নিয়ে বাসায় এসেই স্ত্রীকে খবরটা জানালাম। তিনি বললেন, আমিও দেখেছি টিভিতে।
জনাব আজম সাহেবের একটা স্মৃতি আমার ঘরে আজও রয়ে গেছে। সেই দিনটা ছিল ১১ সেপ্টেম্ভর, ২০০১ (৯-১১)। আমার স্ত্রী সেই স্মৃতির কথা জানিয়ে বললেন, তিনি যে রুমে বিশ্রাম নিয়েছিলেন সেই রুমে তার ঘুমানোর সুবিধার জন্য টানানো একটা ভারি পর্দা আজও আমি রেখে দিয়েছি। এই পরদাখানার দিকে যতবার তাকাই, ততোবারই তাঁর কথা মনে পড়ে। হায় হায়, কি সোনার মানুষকে আজ ....... (একটা খারাপ শব্দ) তাকে জেলে কষ্ট দিয়ে মেরেই ফেললো। ওই......... কি মরবে না? আল্লাহ কি তাকে ছেড়ে দেবেন?
বললাম, আল্লাহ কাউকেই ছেড়ে দেবেন না।
ফামাই ইয়াআমাল মিসক্কালা জাররাতিন খাইরাই ইয়ারা।
অমাই ইয়াআমাল মিসক্কালা জাররাতিন শাররাই ইয়ারা।
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাষা সৈনিক মজলুম জননেতা অধ্যাপক গোলাম আজম- ইসলামী সমাজ বিনির্মাণে প্রেরণার বাতি ঘর হয়ে থাকবেন কোটি কোটি মুসলিম হ্রদয়ে।
আল্লাহর কাছে উনার উচ্চ মাকামের আর্জি জানাচ্ছি।
আল্লাহর কাছে উনার উচ্চ মাকামের আর্জি জানাচ্ছি।'
আপনার সাথে আমীন বললাম।
জাযাকাল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
চলে গেলেন,না ফেরার দেশে, ইসলামী আনন্দোলনের পুরোধা।
মন্তব্য করতে লগইন করুন