ইতিহাসে অমর প্রবাদ মহিলা/পুরুষ
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ০১ মে, ২০১৪, ১০:৫৯:৩৩ সকাল
সিলেটের একটা প্রচলিত প্রবাদ বাক্য ছিল এরকমঃ
আওরর মাঝে আকালুকি, আর যতো কুয়া
মানসর মাঝে দেওয়ান মন্সুর, আর যতো পুয়া।
অর্থাৎ 'হাকালুকি' হাওরের তুলানায় অন্য হাওরগুলো কুয়া সমতুল্য। আর 'দেওয়ান মনসুর' এর তুলনায় অন্য সব মানুষ ছেলে সমতুল্য।
তবে এখন সেই প্রবাদকে এরকম ভাবে বদলে ফেলতে হবে।
বেটি অইলো হাসু ** আর যতো 'বুয়া',
বেটা অইলো শামিম ওসমান আর যতো 'পুয়া'।
নিরদেশনাঃ
হাসু ** = কেউ না চিনলে আমার দোষ নাই।
বুয়া = ঘরের কাজের মেয়ে।
পুয়া = সেলেট এবং চিটাগাঙের লোকেরা ছোট ছেলেদেরকে বলে।
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারায়নগন্জে বড় ধরনের ক্র্যাক ডাউন করা উচিত ।
আমার মনে হয় নারায়নগন্জ বাসীও তাই চাইবে ।
মন্তব্য করতে লগইন করুন