সানডে টাইমস, ১৭ আগস্ট ১৯৭৫।

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ৩০ এপ্রিল, ২০১৪, ১০:১২:৫১ সকাল

শেখ মুজিব পতনের পরের দিন এন্থনি মাস্কারেনহস লন্ডনের সানডে টাইমসে যে নিবন্ধ লিখেন সেটা পড়েছেন?

এন্থনি মাস্কারেনহস

সানডে টাইমস, ১৭ আগস্ট ১৯৭৫।

আমার কাছে রক্ষিত 'বাংলাদেশ ৭২ থেকে ৭৫' বই থেকে সরাসরি ছবি দিলাম। পড়তে অসুবিধা হবেনা আশা করি।













বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215247
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৯
কাওছার জামাল লিখেছেন : ইতিহাস নিয়ে বিতলামি করার দিন শেষ।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৭
163461
আয়নাশাহ লিখেছেন : সত্যকে মানুষের সামনে তুলে ধরতেই হবে। আপনিও সত্য বলুন, সত্য জানান। ধন্যবাদ পড়ার জন্য।
215251
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৪
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হয়তবা কোন লাভ হবেনা এ মূহুর্তে - তবুও দূর্লভ ও অজানা সত্য জানতে দোষের কি !
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫০
163469
আয়নাশাহ লিখেছেন : জানাটাই তো লাভ, ক্ষতির কিছু তো দেখিনা। আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিন। তাড়াই জাতিকে চালাবে। তাদেরকে জানতে হবে এসব। ্ধন্যবাদ।
215253
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইতিহাসের সহস্র প্রমান থাকলেও ইতিহাস বলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করেনা। তাই বাংলাদেশের মানুষ এখন আল্লাহর গজব এর মুখোমুখি হচ্ছে।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫২
163473
আয়নাশাহ লিখেছেন : যারা শিক্ষা নেয়না তাদের জন্য আমাদের কোনো প্রয়াস নাই। আমরা শুধু তাদেরকেই গুনি যারা চিন্তায় আর কর্মে এক। একদিন হয়তো তাঁরাই সবাইকে শিক্ষা দেবে। এমন আশা আছে বলেই তো আমরা বাঁচি। কি বলেন?
215254
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন বিশ্লেষণ, শেয়ারের জন্য ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
163484
আয়নাশাহ লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
215282
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সত্যিটা জনগণ জানে। হাম্বার সত্যি মানেনা, চিল্লাইয়া জিততে চায়।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৮
163513
আয়নাশাহ লিখেছেন : সত্য যারা জানে তারা জানে কিন্তু আমাদের নতুন প্রজন্মকে ওরা ধোঁকা দিচ্ছে। আমাদেরকে আমাদের নতুন প্রজন্মকে ধরে রাখতে হবে। ওদেরকে মিথ্যার খপ্পর থেকে বাঁচাতে হবে। এজন্যই আমার এই প্রয়াস। ধন্যবাদ।
215293
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫১
মুজিব সেনা লিখেছেন : মুজিব কে তার সাঙ্গ-পাঙ্গরা যেভাবে ধংসের দিকে নিয়ে গিএছিল,আজ তার কন্যাও সেই পথে চলছে। তাঁর পরিণতি কি হবে এক আল্লাহ্‌ই জানেন। ধন্নবাদ
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৭
163543
আয়নাশাহ লিখেছেন : আপনি মুজিব সেনা হলেন কি করে? আপনাকে ফায়ার করা হল।
আসলে ক্ষমতার লোভ এমন এক নেশা, মানুষকে অমানুসে পরিণত করে দেয়। মুজিব, জিয়া, এরশাদ,খালেদা, হাসিনা কেউ বাদ যাবেনা। তবে হাসিনা আর মুজিব থাকবে ইতিহাসের বড়ো ক্ষমতালোভী হয়ে।
215315
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৬
সুশীল লিখেছেন : মাইনাস Frustrated Frustrated Frustrated Straight Face Straight Face
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৬
163546
আয়নাশাহ লিখেছেন : মাইনাস দিয়ে পার পাবেন না আর। এখন শেখ মুজিব নিজেই মাইনাস হয়ে গেছেন। তাজ উদ্দিনের মেয়ের কথা শুনেছেন? আর হবেনা। যা করেছেন করেছেন। মানুষ এখন জানতে শুরু করেছেন।
215318
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৪
মুজিব সেনা লিখেছেন : ভাই আমি দোষের কি করলাম যে ফায়ার করলেন?
215539
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
শেখের পোলা লিখেছেন : অনেক কিছুই আজ পর্দার আড়ালে৷ তবে প্রকাশ হওয়া শুরু হয়েছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File