যে কারণে আওয়ামিলীগকে ভালোবাসি!
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৪ অক্টোবর, ২০১৫, ১২:৩১:৫৮ দুপুর
যে কারণে আওয়ামিলীগকে ভালোবাসি!
আদর্শ নয় তাদের রাজনৈতিক পলিসি এবং বিরধী পক্ষকে দৌড়ের উপর এবং নিজ দলের বেশী পণ্ডিতদের বগল দাবা করে রাখার আওয়ামী পলিসি আমার বেশ ভালো লাগে।
তাদের সর্বশেষ পলিসি হল স্থানীয় সরকার নির্বাচন দলীয় ব্যানারে করা।
তাদের চিন্তা হয়ত এর মাধ্যমে নিজেদের দলীয় প্রার্থীকে জিতিয়ে আনা যাবে আর জামায়াতকে রাজনৈতিক মায়দান থেকে আউট আর বিএনপির তৃণমূল নেতাদের ট্রেস আউট করে গ্রেফতার বা হয়রানি করা।
এমতাবস্থায় বিএনপি জামায়াত যদি দলীয় মনোনয়নের পরিবর্তে সম্মিলিত ভাবে স্বতন্ত্র প্রার্থী দেয় তাহলে আওয়ামিলীগের অবস্থা হবে ত্রাহী মধুসূধন। দেখা যাবে স্বতন্ত্র প্রার্থীরা পাইকারী দরে পাশ করে এসেছে।
জামায়াত বিএনপি যদি একক ভাবে স্বতন্ত্র নির্বাচন করে তাহলে মাঠে ময়দানে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু তারও একটা সার্ভে হয়ে যাবে। এমতাবস্থায় উভয় দলই হয়ত প্রতিটি ইউনিটে জেতার মানুষিকতা নিয়ে নির্বাচন করবে।
সর্বপরি আপাতত আওয়ামীলীগই লাভবান হবে কারণ অন্যরা দলীয় নয় বলে তারা প্রচার করতে পারবে বিএনপি জামায়াত ওয়াশ আউট(?)।
বিষয়: রাজনীতি
১৩২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
- নিজের টাকা দিয়ে প্রয়োজনে কয়েকজন বিএনপি'র প্রার্থীকে নির্বাচনে দাড়ও করিয়ে দিতে পারে।
- ছাত্রলীগের ছেলেদের বিএনপির পোলিং এজেন্ট বলে চালিয়ে দিতে পারে, এতে করে জাল ভোটের প্রতিবাদ করার মানুষ থাকেনা।
- একটি জাতিকে দুইভাগ করার বুদ্ধি শুধুমাত্র ব্রিটিশের আছে, সেই ভাবে ভোট জালিয়তির অভিনবত্ব শুধু আওয়ামীলীগের কাছেই আছে।
তবে, স্থানীয় ভাবে এই পদ্ধতিতে নির্বাচন করলে প্রচুর সহিংসতা হবে, নিজেদের মাঝে কোন্দল বাড়বে, যিনি দলীয় প্রতিক পাবেন তিনি দলীয় অন্য সকলের হিংসার পাত্র হয়ে নিজেদের মাঝে কলহ বাড়াবে। জাতীয় নির্বাচনের প্রভাব আর স্থানীয় নির্বাচনের প্রভাবে বিস্তর ব্যবধান। স্থানীয় নির্বাচনে স্থানীয় স্বার্থের কারণে দলের মানুষকেও কেউ ছাড় দিতে চায়না।
সুন্দর পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মুমিনদের ও খেয়াল রাখা উচিৎ যেন একই গর্তে বার বার পা না পরে।
ধন্যবাদ।
আমারও ভালো লাগে!
ধন্যবাদ।
ধন্যবাদ।
২০০ বছ গোলামীর পরে সামান্য আযাদী আবার গোলামী ২৩ বছরের মাথায় স্বাধীনতা, মাত্র ৪ বছরের মাথায় দুর্ভিক্ষ আর ২১ বছরের মাথায় সেই একই তিমিরে তার পর মাত্র ৫ বছর। কতই না দ্রুত তারা বার বার ফিরে আসছে!
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ বদ্দা।
তাই তো জনগনের জীবন নিয়ে হলেও ক্ষমতায় থাকা চাই ই চাই....
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন