যে কারণে আওয়ামিলীগকে ভালোবাসি!

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৪ অক্টোবর, ২০১৫, ১২:৩১:৫৮ দুপুর

যে কারণে আওয়ামিলীগকে ভালোবাসি!

আদর্শ নয় তাদের রাজনৈতিক পলিসি এবং বিরধী পক্ষকে দৌড়ের উপর এবং নিজ দলের বেশী পণ্ডিতদের বগল দাবা করে রাখার আওয়ামী পলিসি আমার বেশ ভালো লাগে।

তাদের সর্বশেষ পলিসি হল স্থানীয় সরকার নির্বাচন দলীয় ব্যানারে করা।

তাদের চিন্তা হয়ত এর মাধ্যমে নিজেদের দলীয় প্রার্থীকে জিতিয়ে আনা যাবে আর জামায়াতকে রাজনৈতিক মায়দান থেকে আউট আর বিএনপির তৃণমূল নেতাদের ট্রেস আউট করে গ্রেফতার বা হয়রানি করা।

এমতাবস্থায় বিএনপি জামায়াত যদি দলীয় মনোনয়নের পরিবর্তে সম্মিলিত ভাবে স্বতন্ত্র প্রার্থী দেয় তাহলে আওয়ামিলীগের অবস্থা হবে ত্রাহী মধুসূধন। দেখা যাবে স্বতন্ত্র প্রার্থীরা পাইকারী দরে পাশ করে এসেছে।

জামায়াত বিএনপি যদি একক ভাবে স্বতন্ত্র নির্বাচন করে তাহলে মাঠে ময়দানে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু তারও একটা সার্ভে হয়ে যাবে। এমতাবস্থায় উভয় দলই হয়ত প্রতিটি ইউনিটে জেতার মানুষিকতা নিয়ে নির্বাচন করবে।

সর্বপরি আপাতত আওয়ামীলীগই লাভবান হবে কারণ অন্যরা দলীয় নয় বলে তারা প্রচার করতে পারবে বিএনপি জামায়াত ওয়াশ আউট(?)।

বিষয়: রাজনীতি

১৩২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345641
১৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : - আওয়ামীলীগ নিজেদের বাছাই করা ব্যক্তিদের নমিনিশেন দিয়ে বিএনপির মার্কায়ও ঢুকিয়ে দিতে পারে।
- নিজের টাকা দিয়ে প্রয়োজনে কয়েকজন বিএনপি'র প্রার্থীকে নির্বাচনে দাড়ও করিয়ে দিতে পারে।
- ছাত্রলীগের ছেলেদের বিএনপির পোলিং এজেন্ট বলে চালিয়ে দিতে পারে, এতে করে জাল ভোটের প্রতিবাদ করার মানুষ থাকেনা।
- একটি জাতিকে দুইভাগ করার বুদ্ধি শুধুমাত্র ব্রিটিশের আছে, সেই ভাবে ভোট জালিয়তির অভিনবত্ব শুধু আওয়ামীলীগের কাছেই আছে।

তবে, স্থানীয় ভাবে এই পদ্ধতিতে নির্বাচন করলে প্রচুর সহিংসতা হবে, নিজেদের মাঝে কোন্দল বাড়বে, যিনি দলীয় প্রতিক পাবেন তিনি দলীয় অন্য সকলের হিংসার পাত্র হয়ে নিজেদের মাঝে কলহ বাড়াবে। জাতীয় নির্বাচনের প্রভাব আর স্থানীয় নির্বাচনের প্রভাবে বিস্তর ব্যবধান। স্থানীয় নির্বাচনে স্থানীয় স্বার্থের কারণে দলের মানুষকেও কেউ ছাড় দিতে চায়না।

সুন্দর পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৪ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪৭
286806
আবু জারীর লিখেছেন : ঠিক কথাই বলেছেন মুহতারাম টিপু ভাই। কাকের ডিম লুকানর পদ্ধতিতেই সব সময় ধর্মহীন সেকুলারেরা পথ চলে এবং নিজেদের চালাক ভাবে!

মুমিনদের ও খেয়াল রাখা উচিৎ যেন একই গর্তে বার বার পা না পরে।
345647
১৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:১৫
হতভাগা লিখেছেন : If you can't beat them , join them.
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৫
286839
আবু জারীর লিখেছেন : কাউকে হারাতে না পারলে তাদের দলে যোগ দেয়া পরাজিত মানুষিকতার নামান্তর। সাহসীরা পরাজয়ের মধ্যেও বিজয়ের আনোন্দ খুজে। জানিনা আমি কোন দলের।
ধন্যবাদ।
345649
১৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪৯
আলোকর্বর্তিকা লিখেছেন :
আদর্শ নয় তাদের রাজনৈতিক পলিসি এবং বিরধী পক্ষকে দৌড়ের উপর এবং নিজ দলের বেশী পণ্ডিতদের বগল দাবা করে রাখার আওয়ামী পলিসি আমার বেশ ভালো লাগে[q][/q
আমারও ভালো লাগে!
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৭
286840
আবু জারীর লিখেছেন : তারা দেশীয় বিরোধী রাজনীতিকদের যেমন মোকাবেলা করছে তেমনি যদি সমাজ এবং রাস্ট্র বিরোধী এবং বিদেশী দাদাদের মোকাবেলা করতে পারত তাহলে তাদের গ্রহণযোগ্যতা হয়ত আরো বেশী থাকত।
ধন্যবাদ।
345656
১৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৪০
সামছুল লিখেছেন : আমার ভালো লাগে আবু জারীর ভাইয়ের লেখা৷
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৭
286841
আবু জারীর লিখেছেন : ঋণী করলেন ভাই।
ধন্যবাদ।
345660
১৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফ্যাসিষ্ট দের চরিত্র এটাই আর এটাও সত্য যে এত কিছু করেও ফ্যাসিষ্টরা বেশিদিন টিকতে পারেনা।
১৪ অক্টোবর ২০১৫ রাত ১০:০১
286842
আবু জারীর লিখেছেন : তবে দ্রুত সময়ের মধ্যেই ফিরে আসে না হলে গাফেলদের সাইজ করবে কে?

২০০ বছ গোলামীর পরে সামান্য আযাদী আবার গোলামী ২৩ বছরের মাথায় স্বাধীনতা, মাত্র ৪ বছরের মাথায় দুর্ভিক্ষ আর ২১ বছরের মাথায় সেই একই তিমিরে তার পর মাত্র ৫ বছর। কতই না দ্রুত তারা বার বার ফিরে আসছে!
ধন্যবাদ।
345677
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জামায়াত সারা জীবন থেকে বলে আসছে নিজ ঘর থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহভীরু লোক চাই ! তাহলে আমার মতে তাদের চাওয়া অনুযায়ী এই সিদ্ধান্ত প্লাস। আর গ্রেপ্তার মামলা হামলা সেটা সব সময় হচ্ছে। মজলুম জাময়াত ও শিবিরকে হত্যা করে আসছে সব অসময়।
১৪ অক্টোবর ২০১৫ রাত ১০:০২
286843
আবু জারীর লিখেছেন : প্লাস বটে তবে সমাজ এর থেকে কবে সুফল পাবে তা আল্লাহই ভালো জানেন।
ধন্যবাদ।
345678
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : একটার পর একটা চালবাজি করেই চলেছেন ওনারা। দেখি কতদূর যেতে পরে...
১৪ অক্টোবর ২০১৫ রাত ১০:০৩
286844
আবু জারীর লিখেছেন : শুধুই দর্শক হিসেবেই কি দেখতে হবে না কি তাদের চালবাজির মোকাবেলা কেউ বুদ্ধিমত্তার সাথে করবে?
ধন্যবাদ বদ্দা।
345695
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:২৪
আবু জান্নাত লিখেছেন : সব শয়তানী কূটচাল। আতাতুর্ক কামাল পাশার মত "বাল"কেও মানুষ ঘৃণা করতে শুরু করবে। বেশি দূরে অপেক্ষা করতে হবে না। ক্ষমতা হাতছাড়া হলেই শুরু.........
তাই তো জনগনের জীবন নিয়ে হলেও ক্ষমতায় থাকা চাই ই চাই....
১৪ অক্টোবর ২০১৫ রাত ১০:০৫
286845
আবু জারীর লিখেছেন : মানুষ বড়ই ভুলো মনা। কেউ মনে রাখেনা যদি না বার বার মনে করিয়ে দেয়া হয়।
ধন্যবাদ।
345696
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:২৪
শেখের পোলা লিখেছেন : তৃনমূল পর্যায়ে কি পরিমান পেশি শক্তি আছে তারও একটা জরীপ হয়েযাবে৷
১৪ অক্টোবর ২০১৫ রাত ১০:০৬
286846
আবু জারীর লিখেছেন : হুম। তবে পেশি শক্তির চেয়ে জনগণের প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি কার্যকর, তা যদি কাজে লাগানো যায়।
ধন্যবাদ।
১০
345737
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আসলে আওয়ামীলীগ আওয়ামীলীগই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File