মওকা যখন হাতের মুঠয়

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৭ মার্চ, ২০১৫, ০৯:১১:১৫ রাত



মওকা যখন হাতের মুঠয়

দাও দেখিয়ে তুমি

এক হুঙ্কারে ধ্বসিয়ে দাও

অহঙ্কারীর ভূমি।

বাঘকে যারা বিড়াল বলে

মূর্খ সেই জাতি

গর্জে উঠে ফাটিয়ে দাও

মূর্খদের ছাতি।

যত বড় মুখনয় ওদের

ততবড় বুলি

আর কত কাল দিবে ওরা

৭১ এর ধুলি?

চার মার ছক্কা মার

সবাই তালে তালে

বোল্ড স্টাম্প করে ওদের

চপেট মার গালে।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309539
১৭ মার্চ ২০১৫ রাত ০৯:৩৩
১৭ মার্চ ২০১৫ রাত ০৯:৫৭
250498
আবু জারীর লিখেছেন : Broken Heart Broken Heart
309542
১৭ মার্চ ২০১৫ রাত ০৯:৪৭
আফরা লিখেছেন : বাংলার বাঘেরা যেন ওদের উচিত শিক্ষাটা দিতে পারে এই কামনা করি ।
১৭ মার্চ ২০১৫ রাত ০৯:৫৭
250497
আবু জারীর লিখেছেন : ইয়েস।
ধন্যবাদ আপু।
309561
১৭ মার্চ ২০১৫ রাত ১১:৩৮
আবু জান্নাত লিখেছেন : বাহ! সুন্দর কবিতা। ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৫ রাত ১১:৫০
250523
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই।
309582
১৮ মার্চ ২০১৫ রাত ০২:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখাটি জবাব মুলক! তবে মওকা না হয়ে সুযোগ শব্দ ব্যবহার করলে মনে হয় ভালো হত।
১৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
250896
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন তবে সুযোগট হাত ছাড়া হয়ে গেল।
ধন্যবাদ।
309585
১৮ মার্চ ২০১৫ রাত ০২:৩১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!
আমার মনে হয় ছড়া লিখা অনেক বুদ্ধিমত্তার এবং যোগ্যতার ব্যাপার!আপনি সুন্দর লিখেছেন! Good Luck Praying
১৮ মার্চ ২০১৫ সকাল ০৮:১৩
250560
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম।
হ্যা ঠিকই বলেছেন।
সেরকম বুদ্ধিমত্তা নাই বলেই শব্দের সাথে শব্দ মিলিয়ে অনর্থক চেষ্টা চালাই।
মনের আবেগ বুঝলেন আপু, কি আর করা?
উৎসাহ দানের জন্য ধন্যবাদ।
309721
১৮ মার্চ ২০১৫ রাত ০৯:২৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ মার্চ ২০১৫ রাত ১১:৩৪
250739
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File