মওকা যখন হাতের মুঠয়
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৭ মার্চ, ২০১৫, ০৯:১১:১৫ রাত
মওকা যখন হাতের মুঠয়
দাও দেখিয়ে তুমি
এক হুঙ্কারে ধ্বসিয়ে দাও
অহঙ্কারীর ভূমি।
বাঘকে যারা বিড়াল বলে
মূর্খ সেই জাতি
গর্জে উঠে ফাটিয়ে দাও
মূর্খদের ছাতি।
যত বড় মুখনয় ওদের
ততবড় বুলি
আর কত কাল দিবে ওরা
৭১ এর ধুলি?
চার মার ছক্কা মার
সবাই তালে তালে
বোল্ড স্টাম্প করে ওদের
চপেট মার গালে।
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপু।
ধন্যবাদ।
আমার মনে হয় ছড়া লিখা অনেক বুদ্ধিমত্তার এবং যোগ্যতার ব্যাপার!আপনি সুন্দর লিখেছেন!
হ্যা ঠিকই বলেছেন।
সেরকম বুদ্ধিমত্তা নাই বলেই শব্দের সাথে শব্দ মিলিয়ে অনর্থক চেষ্টা চালাই।
মনের আবেগ বুঝলেন আপু, কি আর করা?
উৎসাহ দানের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন