নিজের চর্কায় তেল দিয়ে দেখি ঘোরে কি না?
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৩ নভেম্বর, ২০১৪, ০৪:১২:৩৮ বিকাল
মুসলমান পুলিশ তার ধর্ম বিশ্বাসের কারণে যদি ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ’ বলে আর তাতে যদি দোষ নাহয়, হিন্দু পুলিশ ‘হরে কৃষ্ণ হরে রাম’ বললে যদি দোষ না হয় তাহলে কোন পুলিশ যদি আওয়ামী ধর্ম বিশ্বাস লালনের কারণে ‘জয় বাংলা’ বলে তাহলে দোষ হবে কেন?
ইসলাম যেমন একটা ধর্ম (জীবন বিধান),
হিন্দু একটা ধর্ম (সংস্কৃতি)
সেকুলারিজম, সোসালিজম, ডেমক্রেসি ইত্যাদি জীবন বিধানও ধর্ম,
যারা ইসলাম কায়েম করতে চায় তারা যেমন মূল উদ্দেশ্য বুকে ধারণ করে প্রকাশ্যে ডেমক্রেসির শ্লোগান দেয় তেমনি যারা সেকুলারিজম কায়েম করতে চায় তারাও পলিসির কারণে ধর্মকে ব্যবহার করে মনের গহিনে লুকিয়ে থাকা ধর্মহীনতাকে কামিয়াব করার জন্য প্রচেষ্টা চালায়। তবে কখনো কখনো মনের কথা মনের অজান্তেই বিরিয়ে আসে। আর তার দ্বারাই ব্যক্তির আসল পরিচয় জানা যায়।
প্রশ্ন হল কোন মুসলমান সেকুলারিজমের আন্দোলন করতে পারে কিনা? করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কিনা? আসুন নিজের চর্কায় নিজেই তেল দিয়ে দেখি ঘোরে কি না? কারণ আমরা যখন দুনিয়ার সব ফাদাই বুঝি তখন এটা বুঝবনা তা তো হয়না।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেন্জ আনতে হবে
জানিনা কোথায় গলদ। রাজনীতির ময়দানে ধবধবে সাদা কাপর কতটা কার্যকরি?
মিডফিল্ডার দিয়ে গোলকিপারের কাজ করানো হলে জেতা তো দূরের কথা ভূরি ভূরি গোল হজম করা ছাড়া গত্যান্তর থাকেনা। অথচ মিডফিল্ডারও কিন্তু খারাপ খেলোয়াড় না।
ভাবতে হবে নতুন করে। ঢেলে সাজাতে হবে দীর্ঘ্য মেয়াদি পরিকল্পনা নিয়ে। মাথায় রাখতে হবে ভৌগলিক অবস্থানের কথাও। টিকে থাকার জন্য অনেক সময় ন্যায্য অধিকারও ছেড়ে দিতে হয়।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন