হানাফী মাজহাবের কথা সবার জানা কিন্তু হানাফী ধর্মের কথা আজই প্রথম জানলাম!
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫১:১৪ সন্ধ্যা
হানাফী মাজহাবের কথা সবার জানা কিন্তু হানাফী ধর্মের কথা আজই প্রথম জানলাম!
হানাফি ধর্ম বলে কোন ধর্ম আছে তা আজই প্রথম শুনলাম। যারা অজ্ঞতার কারণে এহেন প্রপাগান্ডা করছে তাদের হেদায়েত কামনা করছি। আর জেনে বুঝে যারা এগুলো করছে তাদের প্রতি আল্লাহর লা'নত।
সকল মুসলমানই নামায পড়ে। কেউ নিয়মিত নামাযি আর কেউ অনিয়মিত। অনিয়মিত নামাযিরা যেন নিয়মিত নামায আদায় করতে পারে তাদের জন্য সেই দুয়া করছি।
যারা নামায পড়ে তারা সূরা ফাতেহা তেলাওয়াত শেষে আমিনও পড়ে। কেউ উঁচ্চ স্বরে আর কেউ নিন্ম স্বরে। অতএব আমীন পড়া নিয়ে এতটা কট্টর হওয়ার কিছু নাই। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
জাকির নায়েক ইহুদীদের দালাল নয় বরং ইসলামের দালাল যেমন আমি সহ পৃথিবীর সকল মুসলমান।
কিছু মূর্খ পন্ডিত লোক অজ্ঞতার কারনে এহেন পোস্টার ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রতি অনুরোধ, যদি সত্যিকারের মুসলমান হন, তাহলে এখতেলাফী মাসলার ফায়সালা করার দায়িত্ব জ্ঞানীদের উপর ছেড়ে দিন।
ব্লগে এবং ফেবুতে অনেক শায়খ আছেন তারা কখনও এমন কথা লিখেছে বলে চোখে পরেনি অথচ ছলিমুদ্দি কলিমুদ্দিরা যিহাদী জজবা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ইসলামের বারটা বাযাচ্ছে!
দয়া করে বন্ধ করুণ বিভ্রান্তিকর ফেরকাবাজী। এখতেলাফী মাসলার সিদ্ধান্তের দায়িত্ব আলোমদের উপর ছেড়ে দিয়ে নিজের কাছে যার মত ভালো লাগে তার ফতোয়ার উপর আমল করুন।
যিনি পোস্টারটা ছাপিয়েছেন তিনি বলবেন কি এটা কোন শায়খ বা পন্ডিতের মত? আর বক্তব্যটা যদি আপনার হয় তাহলে আপনার পরিচয়টা জানার অধিকার মুসলিম উম্মাহর আছে যাতে যেনে বুঝে আপনার ফতোয়ার উপর তারা আমল করতে পারে।
অজ্ঞলোকেরা যদি এরকম সিদ্ধান্তমূলক পোস্টার ছাপিয়ে প্রচারে লেগে যায় তাহলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিই বাড়বে কোন সূরাহা হবেনা। আর এগুলো যারা করছে তাদেরকে আল্লাহর দরবারে কঠিণ ভাবে পাকড়াও হতে হবে।
আল্লাহ আমাদের মধ্যম পন্থা অবলম্বনের তাওফিক দিন। আমীন।
বিষয়: বিবিধ
২১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন