লজিটেক ওয়্যারলেস মিনি মাউস এম ১৮৭

লিখেছেন লিখেছেন চোথাবাজ ১০ জানুয়ারি, ২০১৩, ০২:২৬:৫৫ দুপুর



এই রিভিউটি ক্ষুদ্র একটি ডিভাইস সম্পর্কে। ডিভাইসটি ক্ষুদ্র হলেও এর কার্যক্ষমতা বেশ ভালো। এই ডিভাইসটি প্রযুক্তি বাজারে অনেক আগেই পদার্পণ করেছে। হ্যাঁ আমি যে ডিভাইসটি সম্পর্কে বলছি সেটা হল লজিটেক এর মিনি মাউস এম ১৮৭। এটি আমি নিজে ব্যবহার করি। খুব ব্যবহারকারী বান্ধব ও ক্ষুদ্র। এর দাম ১২০০ টাকা। যা সকলের ক্রয় ক্ষমতার মধ্যে।

Logitech Wireless Mini Mouse Intact Package



মাউস টি একটি ন্যানো-রিসিভার এর মাধ্যমে ডেস্কটপ ও ল্যাপটপ এর সাথে সংযোগ রক্ষা করে।



মাউস টি এতোই ছোট যে সহজে হাতের মধ্যে রাখা যায়। এবং বহনযোগ্য



Fig:2-Back compartment of Mini Mouse

মাউস টি একটি "এএএ" সাইজের ব্যাটারি থেকে পাওয়ার পায়। ব্যাটারিটি অত্যন্ত শক্তিশালী।

মাউস টিতে ব্যবহার করা হয়েছে অদৃশ্য অপ্টিক অর্থাৎ সাধারন অপ্টিকাল মাউস এর মত এতে লেজার ব্যবহার করা হয়নি। এর ফলে মাউসে অনেক ব্যাটারি সঞ্চয় হয়। ব্যাটারি টি মূলত ১ বছর যাবে, বাকিটা ব্যবহারের উপর নির্ভর করবে। মাউসটির পেছনে একটি জায়গা আছে যেখানে ব্যাটারি থাকে এবং এর পাশে একটি ফাঁকা স্থানে ন্যানো-রিসিভারটি সুরক্ষিত রাখা যায়।



Fig:3- Three attractive color.

মাউসটির ৩টি আকর্ষণীয় রঙ আছে। এই ৩টি রঙ শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। অন্য দেশে অন্য রঙ পাওয়া যেতে পারে।



মাউস টির সাথে এ যা যা আছে-

> মাউস

> ন্যানো রিসিভার

> ১ এএএ ব্যাটারি (pre-installed)

> ব্যবহার বিধী

লজিটেক এই মাউসের সাথে ৩ বছরের ওয়ারেন্টি দিয়েছে। আমার দৃষ্টিকোণ হতে এই লজিটেক এর ওয়্যারলেস মিনি মাউস সবচেয়ে সুন্দর কম্পিউটার গ্যাজেট। আশা করি এই ডিভাইসটি আপনাদেরও ভালো লাগবে।

একটি চোথাবাজি পরিবেশনা

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File