একটি ব্যাগ বিক্রি হলো ১৯ লাখ টাকায় !!!

লিখেছেন লিখেছেন চোথাবাজ ০৫ জানুয়ারি, ২০১৩, ০৫:৫১:৫৪ বিকাল



এইটা কোন রুপকথা কিংবা কথার কথা নয়। সত্যি সত্যি একটি ব্যাগ বিক্রি হয়েছে প্রায় ১৯ লাখ টাকায় কোরিয়ান মুদ্রায় যার দাম ছিল আড়াই কোটি উওন। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গুচ্চির (Gucci) ৯০ বছর ফুর্তি উপলক্ষে বাজারে আসা “নিউ ব্যাম্বু ব্যাগ” নামের এই ব্যাগটি কিনে নিয়েছেন সিউলের একজন ক্রেতা। সিউলের অভিজাত এলাকা খাংনামের চংদাম গুচ্চি ফ্ল্যাগশিপ স্টোরে গত বৃহস্পতিবার এই ব্যাগটি বিক্রি হয়। তবে নারীদের জন্য তৈরিকৃত এই ব্যাগটির ক্রেতা কোন নারী নন, একজন পুরুষই ব্যাগটা কিনেছেন বলে জানিয়েছে গুচ্চির কর্মকর্তারা। তবে ক্রেতার পরিচয় সম্পর্কে কিছু বলেননি তারা। বিখ্যাত ইতালিয়ান ডিজাইনার ফ্রিডা জিয়ান্নিনি এই ব্যাগটি নিজে ডিজাইন করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

(কোরিয়ান পত্রিকা মর্নিং টুডে থেকে অনূবাদিত)

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File