মন্ত্রী বললেন, ‘শ্যালিকাদের নিয়ে হাতিরঝিলে আসুন’, কিন্তু আমার তো শ্যালীকা নেই
লিখেছেন লিখেছেন চোথাবাজ ০৩ জানুয়ারি, ২০১৩, ১২:১৯:৪৮ দুপুর
আমাদের মন্ত্রী মান্নান খান মনের কথাটাই বলেছেন,
নতুন করে উন্নয়ন করা হাতির ঝিলে শ্যালীকাদের নিয়ে ঘুরে আসার আদর্শ যায়গা।
“হাতিরঝিলে টলমল জলে, আর পাক-পাখালির কুজনে চলুন একটুখানি ঘুরে আসি। ঢাকার যান্ত্রিক জীবন থেকে একটুখানি প্রশান্তি পেতে কেউ ছেলে মেয়েকে নিয়ে, কেউ বা ভাবিদের নিয়ে, কেউ শ্যালিকা-বান্ধবীদের নিয়ে একটু প্রাণ খুলে ঘুরে যাবেন এই মনোরম পরিবেশে।”
হাজারও তরুনের মনে কথাটা সাহস করে বলার জন্য তাকে ধন্যবাদ।
আপসুস আমার কোন শালী নাই,
কি আর করার, আপনারা, পশু-পাখি, হাস-বাদরের মত শ্যালিকাদের সাথে নিয়ে হাতির ঝীলের পাড়ে কাম লীলা সারবেন, জলক্যালী করবেন, আমি চেয়ে চেয়ে দেখবো
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন