জামায়াত-শিবিরের ৪৫ প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
লিখেছেন লিখেছেন চোথাবাজ ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:০৫:১৬ বিকাল
জামায়াত-শিবির পরিচালিত ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধের আহ্বান জানানো হয় শাহবাগ আন্দোলন থেকে। আন্দোলনের প্রথম দিন থেকে এ ঘোষণা থাকলেও শুক্রবারের সমাবেশের পর আরও জোরালো হয়ে ওঠে।
রোববার রাতে জামায়াত-শিবির পরিচালিত প্রতিাষ্ঠাগুলোর তালিকা আন্দোলনের বিভিন্নস্থানে ব্যানার আকারে টানিয়ে দেয়া হয়। এতে জামায়াত-শিবির পরিচালিত ৪৫টি প্রতিষ্ঠানের নাম তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো-
শিবির পরিচালিত কোচিং সেন্টার কোচিং: রেটিনা, কনক্রিট, কনসেপ্ট, এক্সিলেন্ট, প্রবাহ, ইনডেক্স, রেডিয়াম, অপ্টিমাম ও সাকসেস।
হাসপাতাল ও ফার্মাসিটিক্যাল: ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ফার্মা, ইসলামী ব্যাংক হাসপাতাল, ফুয়াদ আল খতিব ট্রাস্ট।
মিডিয়া: দৈনিক নয়াদিগন্ত, দিগন্ত টেলিভিশন, সংগ্রাম।
ব্যবসায়িক প্রতিষ্ঠান: কেয়ারি সিন্দবাদ, মেট্রো শপিং সেন্টার, কোরাল রীফ, মিশন ডেভেলাপারস, ইনটিমেট হাউজিং, লালমাটিয়া হাউজিং, সিলভার ভিলেজ হাউজিং, ওয়ান সিটি, আবাসন সিটি।
বাস সার্ভিস: গ্রীন লাইন, পাঞ্জেরী, আবাবিল।
ব্যাংক ও ইন্স্যুরেন্স: ইসলমী ব্যাংক লিমিটেড, ইসলামী ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি., তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
শিক্ষা প্রতিষ্ঠান: চট্টগ্রাম ইন্টারনেশনাল ইউনিভার্সিটি, ঢাকার মানারত ইউনিভার্সিটি (স্কুল ও ইউনিভার্সিটি), বাংলদেশ ইসলামী ইউনিভার্সিটি (বেসরকারি), নর্দান ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ইন্টারনেশনাল ইসলামীক ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইসলামী ব্যাংক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ, গ্রীন ইউনিভার্সিটি, লাইসিয়াম কিন্ডারগার্টেন।
বাংলামেইল২৪ডটকম
বিষয়: বিবিধ
১৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন