মূর্তিমান '৭১
লিখেছেন লিখেছেন মারুফ আহাম্মদ ০৫ আগস্ট, ২০১৮, ০২:০২:১৫ রাত
আমি একটা মূর্তিমান '৭১ কে দেখছি। আজকের অপ্রেশনে '৭১ এর কোন কম্পোনেন্টটা নাই? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে প্রকাশ্যে গুলি করে হত্যা করা, জীবিত অবস্থায় চোখ উপড়িয়ে ফেলা, মেয়েদেরকে কেম্পে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা ! পরিপূর্ন একাত্তর হতে আর বেশি কিছু দরকার আছে কি? তবুও যখন একদল মানুষ সারাদিন ধরে বলে যাচ্ছেন এগুলো গুজব, এগুলো সব গুজব, তখন কেবলই মনে হয় '৭১ এ রাজাকারদেরওতো এমনটাই মনে হয়েছিল; ডিসেম্বরের ১৬ তারিখ আসলো, তারা তাদের প্রাপ্যও বুঝে নিল, কিন্তু আজকের দিনের এই রাজাকারের পাওনা আমরা শোধ করবো আর কতদিন পরে? জাগ্রত হোক জাতি, অতীতের মত ঝাঁপিয়ে পড়ুক হায়েনা আর রাজাকারদের বিরুদ্ধে আর মুক্ত হোক বাংলাদেশ!!
বিষয়: বিবিধ
৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন