সফলতার জয়।

লিখেছেন লিখেছেন মারুফ আহাম্মদ ১২ মে, ২০১৮, ০৯:৩৪:৩৬ রাত

জমিদার যুগের কথা, সেই যুগে দরিদ্র মানুষ গুলো দিন ভর খেঁটে মরত জমিদারের কল্যানে। বকুনি, ভর্ৎসনা, কিলটা চড়টা হর হামেশাই পেত বোনাস হিসেবে, আর দিন শেষে পেত একটা বিলিতি চুরুট। চুরুটের পাছায় আগুন লাগাতে পারলেই ভুলে যেত সব। পরম কৃতজ্ঞতায় কর্তাকে পরবর্তী দিনের পাকা কথা দিয়ে তবেই বাড়ি ফিরত। সফল কর্তা নির্মল তৃপ্তিতে গা এলিয়ে দিয়ে গুড়গুড়ি টেনে যেতেন।

দিন বদলের ছোঁয়ায় যুগের নাম এখন ডিজিটাল। চুরুটের বদলে স্যাটেলাইটের পাছায় আগুন। ৪৭ বছর বয়সে আর যাই হোক এই কাজতো আর হয় নাই। কাজেই, যুগের শ্রেষ্ঠ সফলতা হিসেবে আগামী দিনের নিশ্চয়তা দিয়ে কর্তাকে খুশি করতে ব্যস্ত সবাই। যাঁরা গণিত জানেন তাঁরা হিসাব দিয়ে, যাঁরা যুক্তি জানেন তাঁরা তর্ক দিয়ে, আর যাঁরা কিছুই জানেননা তাঁরা নেতাদেরকে ফলো করে নানা ভাবে বুঝিয়ে চলেছেন যে, একটা স্যাটেলাইট ছেড়ে দিতে পারলেই অতীতের সব কিছু কাটাকাটি হয়েও কিছু সফলতা অবশিষ্ট থেকে যায়। সুতরাং, জয়, সফলতার জয়।

বিষয়: বিবিধ

৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File