কোটাসংক্রান্ত সচিব কমিটির মেয়াদ ৯০ দিন বাড়ছে!
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ১৯ জুলাই, ২০১৮, ০৩:৫৩:২৪ রাত
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটির মেয়াদ বাড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা শেষ না হওয়ায় কমিটির মেয়াদ ৯০ দিন বাড়ানোর প্রস্তাবের সারসংক্ষেপ প্রস্তুত করেছে এসংক্রান্ত কমিটি।কোটাসংক্রান্ত সচিব কমিটির এক সদস্য কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য বলেন, ‘কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম অসুস্থ হয়ে হাসপাতালে। তাঁর অনুপস্থিতিতে আমরা বৈঠক করতে পারছি না। এ ছাড়া দেশ-বিদেশের তথ্য সংগ্রহ করতেও সময় লাগছে। এ অবস্থায় আমাদের পক্ষে সময় বাড়ানো ছাড়া উপায় নেই। মন্ত্রিপরিষদসচিব সুস্থ হয়ে কাজে যোগ দিলেই তাঁর স্বাক্ষরে সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। ’
কমিটির সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান গতকাল মঙ্গলবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘মন্ত্রিপরিষদসচিব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। আশা করছি শিগগিরই তিনি কাজে যোগ দিতে পারবেন। কোটাসংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তাঁকে করাই শ্রেয়।
বিষয়: বিবিধ
৫৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন