বসন্ত

লিখেছেন লিখেছেন ইসমাইল হোসেন ০৬ জানুয়ারি, ২০১৮, ০৮:২৪:৩০ রাত

আসিল বসন্ত ভরিল অনন্ত, দিগন্ত জুড়িয়া ফুল,

আম্র কাননে কুহু কুহু তানে কোকিলায় মশগুল।

শাখায় শাখায় ফুলের মেলা গন্ধে বিকশিত,

মৌমাছি গানে উড়িতেছে তানে লোভীতেছে অমৃত।

দোয়েল কোয়েল পাপিয়ার গানে করায়েছে দিশেহারা,

আম, কাঁঠাল আর বেলি, চামেলি ফুল নিয়ে মাতোয়ারা।

চতুর্দিকেই ফুলের মেলা, পাখীর কণ্ঠে সুর।

আসিল ফিরিয়া নব বসন্ত, নেই আর বহুদূর।

বিষয়: বিবিধ

৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File