হেমন্ত

লিখেছেন লিখেছেন ইসমাইল হোসেন ০৬ জানুয়ারি, ২০১৮, ০৬:০৪:৩৫ সন্ধ্যা

ধুমধামে সমাগমে চৌদিক নাচছে,

সৌরভে গৌরবে হেমন্ত আসছে।

দিক দিক দশদিক নয়ঠিক উল্কা,

লুটায়ে সিন্ধু শিশির বিন্দু খাইতেছে দুল্কা।

মাঠ ভরা ধান-কাটিছে কৃষাণ,

কণ্ঠে ভাঁজিছে সুর।

কৃষাণ কাস্তে-দৃঢ় হস্তে,

চালাইছে কি মধুর।

খোলা ভরা ধানে-ভরিতেছে গোলা,

নতুন পিঠার ধুম।

তাই দেখে আজ হাঁসিয়া উঠেছে,

আকাশ কুসুম।

বিষয়: বিবিধ

৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File