"অতিরিক্ত ভালোবাসা,,

লিখেছেন লিখেছেন নাদিরা শিমু ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:২৪:৩৮ সন্ধ্যা

★ "সস্তা ভেবে তুমি যে মানুষটাকে অবহেলা করো, সে মোটেও সস্তা নয়! একটু একটু করে জমানো সব ভালোবাসা দিয়ে আজ সে তোমার কাছে সস্তা হয়ে গেছে!

★ প্রথম দেখায় তুমি বলেছ:" জীবনে কোনো মেয়ের হাত ধরোনি" মুচকি হেসে সে তোমার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে!

★ শ্রাবনের বর্ষায় তুমি রিক্সার হুট তুলে বলেছ:" কখনো কাউকে লিপকিস করোনি" সে তখন তোমাকে সেই চান্সটা দিয়ে দিয়েছে!

★ পার্কের ব্রেন্চে বসে চোখমুখ লাল করে যখন বলেছ:" তোমাকে কোনদিন কেউ বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে "ভালোবাসি "বলেনি...হুট করে তখন মানুষটা তোমার শার্টের কলার ধরে হেচকা টান দিয়ে জড়িয়ে ধরে অসংখ্য বার "ভালোবাসি" বলেছে!

★ আর এসব পাওয়ার পর যদি তোমার মানুষটাকে সস্তা মনে হয়, তাহলে সে আসলেই সস্তা... তোমার প্রতিটা আবদার পূরণ করে যদি মানুষটা কোন অপরাধ করে থাকে, তাহলে সে আসলেই অপরাধী!

★ একদিন হয়তো এই অপরাধী সস্তা মানুষটাকে হারিয়ে তুমি আবার ফিরে পেতে চাইবে....পাগলের মতো ছুটে যাবে তার কাছে গিয়ে দেখবে তুমি যাওয়ার দু-সপ্তাহ আগে মানুষটা অন্য কারো হয়ে গেছে!

★ আর সেখানে তোমার জন্য"প্রবেশ নিষেধ" নামক অদৃশ্য একটা সাইনবোর্ড ঝুলচে...এটা দেখে তুমি সেদিন কাঁদবে...খুব খুব কাঁদবে!

কিন্তু আফসোস তোমার এই কান্নার আওয়াজ সেদিন তার কানে পৌঁছাবেনা..একদম না!!

★ প্রচন্ড বোকা টাইপের এই মানুষগুলোর কষ্ট তৈরি করে আবার সেগুলো ভেবে কষ্ট পায়, ফ্লোরে বসে কাঁদে। কারণ, পৃথিবীতে অতিরিক্ত ভালোবাসা দিয়ে কোনো কিছুই ঠিক হয়না হবেওনা,

বিষয়: বিবিধ

৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File