"নিজেকে ভালোবাসতে শিখুন" "নাদিরা শিমু"

লিখেছেন লিখেছেন নাদিরা শিমু ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৬:৪৩ সকাল



★ ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে যাওয়া মানুষটাও শেষ মুহুর্তে বুক ভরে স্বাস নিতে চায়।

★ বিষ খেয়ে যন্ত্রণায় কাতরানো মানুষটা ও গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি দিতে চায়।

★ উচুঁ তলা থেকে লাফ দেওয়ার পরেও সব মানুষ হাত আগে মাটিতে ফেলতে চায় বাঁচার জন্য।

★ পানিতে ডুবে যাওয়া লোকটা একবার শুধু একবার ভেসে উঠতে চায়, যেন মুখ হা করে স্বাস নিতে পারে।

সবাই শেষ সময়ে বাঁচার জন্য ব্যকুল থাকে, যে যতই যাই বলুক বাঁচার জন্য সবাই চেষ্টা করে।

কারন যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার মাঝে একটা সুখ আছে।

বিষয়: বিবিধ

৬৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File