রোহিঙ্গা সমস্যার উপায় একটাই, রক্তের বিনিময়ে মুক্তি

লিখেছেন লিখেছেন রাজ্যহীন সম্রাট ২৯ আগস্ট, ২০১৭, ০৯:৫৬:৫৮ রাত



রোহিঙ্গা ইস্যুতে একমাত্র সমাধান হচ্ছে প্রতিঘাত করা৷

বাংলাদেশে অনুপ্রবেশ কোন সমাধান নয়, এমনিতে বাংলাদেশ নানাবিধ সমস্যায় জর্জরিত, একের পর এক সমস্যা নিত্য নতুন তৈরি হচ্ছে, একের পর এক নতুন নতুন আক্রমন চালানো হচ্ছে আমাদের সংস্কৃতি, সভ্যতা এবং রাজনৈতিক অবস্থানের উপর৷

অপর দিকে দেশের এক বৃহৎ অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ গৃহহার, অন্নহারা হয়ে দিন অতিবাহিত করতেছে৷ সরকারের ছত্রছায়ায় নতুন নতুন সড়যন্ত্র সৃষ্টি করে জনগনকে অস্থির করে তুলেছে৷

এহেন পরিস্থিতিতে প্রত্যেকে নিজস্ব জাতীসত্ত্বার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে তার একমাত্র উপায় হচ্ছে প্রতিকুল পরিবেশের বিরুদ্ধে নিজের বিবেক কে জাগ্রত করে তার মোকাবিলা করা, তবেই সমাধান বেরিয়ে আসবে৷

রোহিঙ্গাদের উপর অত্যাচার কোন নতুন বিষয় নয়, এটি ষাট/সত্তর বছর ধরে চলে আসতেছে, বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা স্মরনার্ধী অবস্থান করতেছে, কিন্তু এতে আদৌ কোন সমাধান হয়েছে? হবে বলে আশাও করা যাচ্ছেনা, সুতরাং মুক্তির জন্য প্রয়োজন সংগ্রামের, মুক্তির জন্য প্রয়োজন রক্তের, মুক্তির জন্য প্রয়োজন কুরবানীর৷

আল্লাহ তা'আলা আমাদেরকে এবং আমাদের প্রতিবেশী রোহিঙ্গা ভাইদেরকে এসব সঙ্কটের বিরুদ্ধে মোকাবিলা করার শক্তি এবং হিম্মত দান করুন৷

বিষয়: আন্তর্জাতিক

৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File