বন্যাত্ব মানুষের পাশে দাড়ান
লিখেছেন লিখেছেন রাজ্যহীন সম্রাট ২১ আগস্ট, ২০১৭, ০৪:০০:৩৬ বিকাল
দেশে চলছে স্মরণ কালের ভয়াবহ বন্যা, অসহায় মানুষদের মাথা গোঁজার স্থান নেই, নেই পেট ভরে একবেলা খাবারের জোগাড়, তারা তাকিয়ে আছে আছে আমাদের দিকে, কবে আসবে ত্রাণ, ফিরে আসবে দেহে প্রাণ৷
আমরা স্ব-উদ্বেগে আমাদের মহল্লায় মহল্লায় টিম তৈরী করে তাদের পাশে দাড়াতে পারি, মনে রাখবেন, তারাও বাংলাদেশী, তারাও আমাদের মত হাত, পাঁ, শরির ওয়ালা মানুষ, আজ তারা অসহায়, আমরাই পারি তাদের অসহায়ত্বের পাশে দাড়িয়ে ভরসা দিতে৷
তাই এগিয়ে আসুন আত্ম মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করুন৷৷
বিষয়: বিবিধ
৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন